leadT1ad

বগুড়ায় শো-রুম থেকে অপহরণের পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বগুড়া

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৩: ৩০
নিহত ব্যবসায়ী পিন্টু আকন্দ। ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে শো-রুম থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এর কয়েক ঘণ্টা পর তাঁর মরদেহ পার্শ্ববর্তী উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরের দিকে আদমদীঘি উপজেলার কুমাড়পাড়ায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। অপহরণের সময় ব্যবহৃত মাইক্রোবাস থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গতকাল সোমবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে দুপচাঁচিয়া সদরের লোটো শো-রুম থেকে ব্যবসায়ী পিন্টু আকন্দকে (৩৫) তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁকে টেনেহিঁচড়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে তোলা হয়। পিন্টু নওগাঁর রাণীনগর উপজেলার বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী জেলা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের লোটো শো-রুমের স্বত্বাধিকারী।

দুপচাঁচিয়া থানা-পুলিশ জানায়, সোমবার রাতে দুপচাঁচিয়ায় লোটো শো-রুমের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস থামে। সেখান থেকে মুখবাঁধা চারজন দুর্বৃত্ত নেমে আসে। তারা আগ্নেয়াস্ত্রের মুখে ব্যবসায়ী পিন্টুকে টেনেহিঁচড়ে শো-রুম থেকে বের করে। এরপর তাঁকে জোর করে অপেক্ষমাণ মাইক্রোবাসে তুলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদীঘি উপজেলার দিকে চলে যায়।

বগুড়ার দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ব্যবসায়ী পিন্টুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত