leadT1ad

ঢালী ফুড কোর্টে ফুচকার দোকানে আগুন, দগ্ধ ৪

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২৩: ২৮
আগুনের প্রতিকী ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ঢালী ফুড কোর্টে একটি ফুচকার দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এভারকেয়ার হাসপাতালের পেছনের ওই দোকানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ‘ঢাকাই চাপ’ নামের ওই দোকানের মালিক মনজুর রহমানের ছোট ভাই শাহ আলী রয়েছেন। এছাড়া দগ্ধ হয়েছেন আরও তিন কর্মচারী, যাঁদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। তবে দোকান মালিক কর্মচারীদের বিস্তারিত পরিচয় জানাননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পুরো ফুড কোর্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দোকানটিতে আগুন ধরে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দগ্ধদের উদ্ধারের পাশাপাশি আগুন নেভানোর চেষ্টা করেন।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিস্ফোরণ বা আগুনের ঘটনায় পুলিশকে কেউ অবহিত করেনি। তাই তাঁদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।

Ad 300x250

সম্পর্কিত