leadT1ad

জকসু নির্বাচন: হঠাৎ ছাত্রনেতাদের ক্যাম্পাসে ঢোকার অনুমতি

স্ট্রিম সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ২৩: ২১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের আগের রাতে রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এই সিদ্ধান্তের কথা জানান।

কমিশন আগে জানিয়েছিল, সুষ্ঠু পরিবেশের স্বার্থে কোনো ছাত্রনেতাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। তবে এখন কমিশন বলছে, বিভিন্ন সংগঠন থেকে পর্যবেক্ষক হিসেবে থাকার আবেদন আসায় বিষয়টি বিবেচনা করা হচ্ছে। হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনের কারণ সম্পর্কে কমিশন সুনির্দিষ্ট কোনো উত্তর দেয়নি।

নির্বাচন কমিশন বলছে, এখনো আবেদনের সময় আছে। যে কেউ আবেদন করতে পারেন। তবে এখন পর্যন্ত কোন কোন ছাত্রসংগঠন আবেদন করেছে, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি কমিশন।

সূত্রমতে, ছাত্রদল ও ছাত্রশিবিরের শতাধিক কেন্দ্রীয় নেতাকর্মী ক্যাম্পাসে ঢোকার পাসকার্ডের জন্য আবেদন করেছেন।

এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র প্যানেল ও একক প্রার্থীরা। ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের সমাজসেবা সম্পাদক ফেরদৌস শেখ বলেন, ‘জানতাম ভোটার ছাড়া কেউ ঢুকতে পারবে না। হঠাৎ এই পরিবর্তনের বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি।’

স্বতন্ত্র প্রার্থী সানি অভিযোগ করেন, ‘ছাত্রনেতাদের ঢুকতে দিলে স্বতন্ত্র প্রার্থীরা হুমকির মুখে পড়বেন। এতে সাধারণ ভোটাররা প্রভাবিত হতে পারেন ও নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে।’

তিনি কোনো বহিরাগতকে প্রবেশ করতে না দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত