leadT1ad

‘আপসরফার রাজনীতি’র অভিযোগ তুলে এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেল

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮: ১৩
পদত্যাগ করলেন এনসিপি'র কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল। স্ট্রিম গ্রাফিক

পুরোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘আপসরফা’র অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল। তিনি অভিযোগ করেছেন, এনসিপি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন ‘রাজনৈতিক শক্তি’ হিসেবে আত্মপ্রকাশে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে আরিফ সোহেল বলেন, ৫ আগস্টের পর গণমানুষের কাঙ্ক্ষিত ‘রাজনৈতিক জনগোষ্ঠী’ গঠন সম্ভব হয়নি। বরং পুরোনো বিভাজন ও ক্ষমতার রাজনীতি পুনরায় ফিরে এসেছে।

আরিফ সোহেল ওই পোস্টে আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল সশস্ত্র গণতান্ত্রিক বিপ্লবের প্রস্তুতি। কিন্তু আমলাতন্ত্র ও বৈশ্বিক ষড়যন্ত্রে শেখ হাসিনাকে ‘সেফ এক্সিট’ দেওয়ায় পরিস্থিতি ‘নেগোশিয়েটেড সেটেলমেন্ট’-এর দিকে গড়িয়েছে। তিনি অভিযোগ করেন, জুলাই পরবর্তী সময়ে এনসিপি তার ঐতিহাসিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

দলের বর্তমান গতিপথ নিয়ে আরিফ সোহেল লেখেন, ‘প্রতিষ্ঠিত পুরোনো দলগুলোর সাথে আপসরফা করে নাগরিক পার্টি পুরোনো ক্ষমতার রাজনীতিতেই প্রবেশ করতে বাধ্য হয়েছে। অথচ পুরোনো দলগুলোর কাছে ক্ষমতার কুরসীটাই প্রধান। রাষ্ট্রের চরিত্র যতো গণবিরোধীই থাকুক না কেন, তাতে এদের কিছুই আসে যায় না।’

নিজের রাজনৈতিক যাত্রার বর্ণনা দিয়ে আরিফ সোহেল জানান, ২০১৭ সাল থেকে তিনি গোপন বিপ্লবী সেলের মাধ্যমে কার্যক্রম শুরু করেন। পরে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ ও ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ গঠনে ভূমিকা রাখেন।

আরিফ সোহেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও ৫ আগস্ট পরবর্তী কমিটির প্রথম সদস্যসচিব ছিলেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এনসিপি গঠিত হলে তিনি এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব হন। সবশেষ এই পদেই ছিলেন আরিফ সোহেল।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরিফ সোহেল বলেন, ‘আমি এবং আমার কমরেডরা গণমানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার আদায়ের যে লড়াই শুরু করেছিলাম, তা চালিয়ে যেতে এই মুহূর্তে প্রথাগত রাজনৈতিক দলগুলোর বাইরে দাঁড়ানোর কর্তব্য অনুভব করছি।’ পদত্যাগের পাশাপাশি তিনি তাঁর সাবেক সহযোদ্ধাদেরও অচিরেই নতুন রাজনীতি নির্মাণের লড়াইয়ে সাধারণ মানুষের কাতারে ফিরে আসার আহ্বান জানান।

Ad 300x250

সম্পর্কিত