leadT1ad

তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করব: গয়েশ্বর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১: ২৫
বিমানবন্দরে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। ভিডিও থেকে নেওয়া ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করবেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘আমরা এটা বিশ্বাস করি, যতটুকু বাকি আছে, সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সেই নির্বাচনটা সুষ্ঠু ও অবাধের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার আমরা তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত করবো। এটা অনেক আনন্দের।’

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমানের ফেরা নিয়ে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে গয়েশ্বর রায় বলেন, ‘আমার অনুভূতি, বাংলাদেশের জনগণের যে অনুভূতি, যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা তার থেকে আলাদা কিছু না। তাছাড়া যেহেতু আমি দলের সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডে দৃশ্যমান। সেক্ষেত্রে যে নেতাকে আমরা না দেখে, তাঁর কথা শুনে আমরা পথ চলেছি, সেই নেতা তারেক রহমান আমাদের সামনে আসবে, এই আনন্দ প্রকাশ করার ভাষা আমার নেই।’

Ad 300x250

সম্পর্কিত