স্ট্রিম প্রতিবেদক

আগামী তিন দিনের মধ্যে সব ধরনের ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা ব্যানার খুলে এ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তবে সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের ব্যানার আরও কিছুদিন রাখা হবে জানিয়ে রিজভী সাংবাদিকের বলেন, ব্যানার-ফেস্টুন রাজনৈতিক মতপ্রকাশের মাধ্যম হলেও এতে নাগরিক অধিকার লঙ্ঘন এবং সৌন্দর্য নষ্ট হয়। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, কেন্দ্রীয় যুবদল এবং ছাত্রদলের বৈঠকে রাজধানী থেকে ব্যানার-ফেস্টুন অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, একটা সভ্য দেশে রাস্তার ধারে বাসাবাড়ি কিংবা যেখানে-সেখানে ব্যানার লাগানো শোভনীয় নয়। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যানার লাগানো যেতে পারে। কিন্তু কর্মসূচি শেষ হওয়ার পর তা নিজ দায়িত্বে সরিয়ে ফেলা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুবদল সভাপতি মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
এর আগে নয়াপল্টনের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠক হয়। বৈঠকে এলাকাভিত্তিক দায়িত্ব দিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

আগামী তিন দিনের মধ্যে সব ধরনের ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা ব্যানার খুলে এ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তবে সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের ব্যানার আরও কিছুদিন রাখা হবে জানিয়ে রিজভী সাংবাদিকের বলেন, ব্যানার-ফেস্টুন রাজনৈতিক মতপ্রকাশের মাধ্যম হলেও এতে নাগরিক অধিকার লঙ্ঘন এবং সৌন্দর্য নষ্ট হয়। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, কেন্দ্রীয় যুবদল এবং ছাত্রদলের বৈঠকে রাজধানী থেকে ব্যানার-ফেস্টুন অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, একটা সভ্য দেশে রাস্তার ধারে বাসাবাড়ি কিংবা যেখানে-সেখানে ব্যানার লাগানো শোভনীয় নয়। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যানার লাগানো যেতে পারে। কিন্তু কর্মসূচি শেষ হওয়ার পর তা নিজ দায়িত্বে সরিয়ে ফেলা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুবদল সভাপতি মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
এর আগে নয়াপল্টনের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠক হয়। বৈঠকে এলাকাভিত্তিক দায়িত্ব দিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শূন্য হয়েছে বিএনপি চেয়ারপারসনের পদটি। এখন পর্যন্ত পদটিতে কারও নাম ঘোষণা করা হয়নি। যদিও বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, এই পদে সিনিয়র ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।
২ ঘণ্টা আগে
কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনী পরিবেশের বজায় রাখতে মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিন দাবিতে ৯ জানুয়ারি এই সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি।
৩ ঘণ্টা আগে
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
৪ ঘণ্টা আগে