leadT1ad

জামায়াতের সঙ্গে যাওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে এনসিপি: আব্দুল কাদের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের দাবি করেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে সরাসরি নির্বাচনী জোটে জড়াতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ উল্লেখ করে তিনি বলেছেন, এর মাধ্যমে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে আব্দুল কাদের এই দাবি করেন। তিনি তাঁর পোস্টে অভিযোগ করেন, সারা দেশের মানুষের এবং নেতা-কর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এই জোট করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

আব্দুল কাদের তাঁর পোস্টে এই সমঝোতার পাঁচটি সুনির্দিষ্ট দিক তুলে ধরেছেন:

১. জামায়াতের কাছে এনসিপি ৫০টি আসন দাবি করলেও দীর্ঘ দর-কষাকষির পর ৩০টি আসনে রফা হয়েছে।
২. জোটের শর্ত অনুযায়ী, এনসিপি বাকি ২৭০টি আসনে কোনো প্রার্থী দেবে না এবং সেই আসনগুলোতে জামায়াতকে সর্বাত্মক সহযোগিতা করবে।
৩. নির্বাচনী খরচ হিসেবে জামায়াতের পক্ষ থেকে এনসিপিকে প্রতি আসনে দেড় কোটি টাকা করে দেওয়া হবে।
৪. সমঝোতার এই ৩০টি আসনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারী ও জামায়াতের আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে। নাসির উদ্দিন পাটোয়ারীকে জামায়াতের ‘অন্যতম আস্থাভাজন’ হিসেবে উল্লেখ করেছেন আব্দুল কাদের।
৫. নাহিদ ইসলামের সঙ্গে আরও এক ধাপ অগ্রসর সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন আব্দুল কাদের। তাঁর ভাষ্যে, ‘ছোটন গং’ (এনসিপির একটি অংশ) জানিয়েছে যে পশ্চিমারা জামায়াতকে প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেতা হিসেবে দেখতে চায় না। সেই সমীকরণে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন, আর হেরে গেলে বিরোধীদলীয় নেতার ভূমিকা পালন করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের পোস্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের পোস্ট

নিজের ক্ষোভ প্রকাশ করে আব্দুল কাদের লিখেছেন, ‘এতো এতো তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার-পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখেছিল; নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটিচাপা দিয়ে এসেছেন!’

আব্দুল কাদেরের এই বিস্ফোরক পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এই জোট বা সমঝোতার বিষয়ে এনসিপি বা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে নানা কৌতূহল ছিল। আব্দুল কাদেরের এই পোস্ট সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করল।

Ad 300x250

সম্পর্কিত