স্ট্রিম প্রতিবেদক

ফেনী-২ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তাঁকে সমর্থন দিয়ে আসনটি ছেড়ে দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করেন মজিবুর রহমান মঞ্জু।
এই ব্যাপার মঞ্জু স্ট্রিমকে বলেন, ‘এবি পার্টি ও জামায়াতসহ সমমনা দলের জোটের আলোচনা চলমান রয়েছে।’
এসময় তিনি আরও জানান, জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ফেনী-২ আসনে এতদিন প্রচারণা চালিয়ে এলেও আজ তিনি মনোনয়নপত্র জমা দেননি।
এদিকে, মঞ্জুর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ফেনীতে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এবি পার্টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন সমঝোতার অংশ হিসেবে ফেনী-২ আসনে জামায়াতের প্রার্থী লিয়াকত আলী ভুঁইয়া মজিবুর রহমান মঞ্জুকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন।
এতে আরও বলা হয়, দল এবং জোট নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মঞ্জু। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহ, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, এনজিও ব্যক্তিত্ব মায়মুনা আক্তার রুবি ও সাংবাদিক হাবীব মিয়াজি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, ‘জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন এবং শহীদ ওসমান হাদিসহ সব হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে যারা বেশি কমিটেড তাদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে।’
ফেনী সদর আসনের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়াকে একজন জনপ্রিয় ও অভিজ্ঞ রাজনীতিবিদ উল্লেখ করে মঞ্জু বলেন, ‘বৃহত্তর স্বার্থে অধ্যাপক লিয়াকত আলীর প্রার্থীতা ত্যাগ ফেনীবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।’
এবি পার্টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপি নেতা ও ফেনী-৩ আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু, জামায়াতের জেলা আমির মুফতি আব্দুল হান্নান, ঢাকা মহানগর জামায়াত নেতা ও ফেনী-৩ আসনের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মজিবুর রহমান মঞ্জু।

ফেনী-২ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তাঁকে সমর্থন দিয়ে আসনটি ছেড়ে দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করেন মজিবুর রহমান মঞ্জু।
এই ব্যাপার মঞ্জু স্ট্রিমকে বলেন, ‘এবি পার্টি ও জামায়াতসহ সমমনা দলের জোটের আলোচনা চলমান রয়েছে।’
এসময় তিনি আরও জানান, জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ফেনী-২ আসনে এতদিন প্রচারণা চালিয়ে এলেও আজ তিনি মনোনয়নপত্র জমা দেননি।
এদিকে, মঞ্জুর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ফেনীতে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এবি পার্টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন সমঝোতার অংশ হিসেবে ফেনী-২ আসনে জামায়াতের প্রার্থী লিয়াকত আলী ভুঁইয়া মজিবুর রহমান মঞ্জুকে সমর্থন দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন।
এতে আরও বলা হয়, দল এবং জোট নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মঞ্জু। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহ, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, এনজিও ব্যক্তিত্ব মায়মুনা আক্তার রুবি ও সাংবাদিক হাবীব মিয়াজি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, ‘জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন এবং শহীদ ওসমান হাদিসহ সব হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে যারা বেশি কমিটেড তাদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে।’
ফেনী সদর আসনের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়াকে একজন জনপ্রিয় ও অভিজ্ঞ রাজনীতিবিদ উল্লেখ করে মঞ্জু বলেন, ‘বৃহত্তর স্বার্থে অধ্যাপক লিয়াকত আলীর প্রার্থীতা ত্যাগ ফেনীবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।’
এবি পার্টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপি নেতা ও ফেনী-৩ আসনের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, ফেনী-১ আসনের বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনু, জামায়াতের জেলা আমির মুফতি আব্দুল হান্নান, ঢাকা মহানগর জামায়াত নেতা ও ফেনী-৩ আসনের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মজিবুর রহমান মঞ্জু।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে
জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট ও আসন সমঝোতার বিষয়ে দ্বিমত পোষণ করে আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
৩২ মিনিট আগে
আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন না সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তাঁকে দলটির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এই বিষয়ে এনসিপির ঘোষণা আসতে পারে। তাঁকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন দলটির একজন শীর্ষ নেতা।
১ ঘণ্টা আগে