leadT1ad

এনসিপি ছাড়লেন তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ডা. তাসনিম জারা। ছবি ফেসবুক থেকে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানান তিনি।

এর আগেই অবশ্য তাসনিম জারা নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তানসিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও এনসিপির যুগ্ম আহ্বায়ক। তিনিও দলটি থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে।

জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির আসন সমঝোতা নিয়ে আলোচনার মধ্যে পদত্যাগ করলেন তাসনিম জারা। তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৯ আসনে মনোনয়ন পেয়েছিলেন। তাসনিম জারার পদত্যাগে ভাঙনের মুখে পড়ল জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল এনসিপি।

এনসিপি সূত্রের খবর, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় অসন্তুষ্ট হয়ে তাসনিম জারা পদত্যাগ করেছেন। তাঁকে ঢাকা-৯ আসনে জোটের প্রার্থী করার আলোচনা ছিল। তাসনিম জারা পদত্যাগ করায় হুমায়রা নুরকে এখানে এনসিপির প্রার্থী করা হতে পারে বলে জানা গেছে। তবে হুমায়রা নূরকে জামায়াত আসনটি ছাড়বে কিনা, তা নিশ্চিত নয়।

এনসিপির জ্যেষ্ঠ নারী নেতাদের অধিকাংশ জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোটের বিরুদ্ধে। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ সদস্য সচিব নাহিদ সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুমসহ কয়েকজন তাদের ক্ষোভ দলকে আগেই জানিয়েছেন।

নির্বাচনী ব্যয় মেটানোর জন্য ইতোমধ্যে ৪৭ লাখ টাকা সংগ্রহ করেছেন তাসনিম জারা। এই চাঁদা কেউ চাইলে ফেরত দেওয়ার কথাও জানিয়েছেন তাসনিম জারা। তিনি লিখেছেন, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।

জনগণের উদ্দেশে তাসনিম জারা লেখেন, কিছুদিন আগে নির্বাচনী ফান্ডরেইজিংয়ের সময় আপনারা অনেকে ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে (স্বতন্ত্র হিসেবে লড়াই করা) যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা।

যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, তারা গুগল ফরমে ট্রানজেকশন আইডি ও ডিটেইলস তথ্য দিলে তা ভেরিফাই করার পর ফেরত দেওয়া হবে। আর ব্যাংকের মাধ্যমে পাঠানো টাকা ফেরতের প্রক্রিয়াও শিগগির জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন এনসিপির এই নেতা।

Ad 300x250

সম্পর্কিত