leadT1ad

মুক্তিযোদ্ধা-পুরোহিত নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ জামায়াতের শিশির মনিরের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ২১: ০৪
সুনামগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রিকশায় চড়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম নেওয়ার সময় শিশির মনির সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈচিত্র্য স্থাপনের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা পাণ্ডব চন্দ্র দাস, প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, পুরোহিত আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস ও শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়াকে সঙ্গে রাখেন। এ ছাড়া দুই ধর্মের দুই নারী প্রতিনিধি রাবেয়া মনির এবং সুষমা পালও উপস্থিত ছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দিরাই ইউএনও সনজিব সরকারের কাছ থেকে ফরম নেওয়ার পর শিশির মনির বলেন, এই বৈচিত্র্য ও ঐক্য আমাদের ধরে রাখতে হবে। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন দিরাই-শাল্লা গড়তে চাই।

তিনি বলেন, দিরাই-শাল্লায় অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচনের শেষ দিন পর্যন্ত আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দেন শিশির মনির। একই সঙ্গে প্রশাসনকে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। ভোটারদের মনে যেন ভয়ভীতি না থাকে, সেদিকে লক্ষ রাখতে বলেন তিনি।

শিশির মনির ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। এই আসনে এবারই প্রথম তিনি জাতীয় নির্বাচনে লড়ছেন। অন্যদিকে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য নাছির চৌধুরী।

Ad 300x250

সম্পর্কিত