leadT1ad

খালেদা জিয়ার ৩ আসনে প্রস্তুত রাখা হয়েছে বিকল্প প্রার্থীও

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫৮
খালেদা জিয়া। সংগৃহীত ছবি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিল। আজ সোমবার (২৯ ডিসেম্বর) এই তিন আসনে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। তবে কোনো কারণে তিনি নির্বাচনে অংশ নিতে না পারলে, এসব আসনে তাঁর জন্য বিকল্প প্রার্থীও রাখা হচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার পাশাপাশি এই আসন থেকে নিজের জন্যও মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি।

রফিকুল আলম মজনু স্ট্রিমকে বলেন, ‘আজকে ম্যাডামের মনোনয়ন জমা দেব।’ এক প্রশ্নের জবাবে মজনু বলেন, ‘আমার জন্য মনোনয়ন সংগ্রহ করেছি। তবে, জমা দেব কি না তা নির্ভর করছে দলের সিদ্ধান্তের ওপর। দল সিদ্ধান্ত দিলে জমা দিব, কারণ আজ তো শেষ দিন।’

বগুড়া-৭ (গাবতলী) আসন থেকে খালেদা জিয়ার পাশাপাশি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ আলম। আর দিনাজপুর-৩ (সদর) আসনে আছেন সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

মোরশেদ আলম স্ট্রিমকে বলেন, ‘বগুড়া-৭ থেকে আজ ম্যাডামের মনোনয়ন জমা দেওয়া হবে। ম্যাডামের সাপোর্টিং হিসেবে আমাকে মনোনয়ন সংগ্রহ করতে বলা হয়েছিল। সেই অনুযায়ী ম্যাডামের পাশাপাশি আমার মনোনয়ন জমা দিচ্ছি।’

সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডামের পাশাপাশি আমিও মনোনয়ন সংগ্রহ করেছি এবং জমা দিব।’

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এখন ম্যাডামের নির্বাচন করা বা না করা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। যার কারণে উনার পাশাপাশি এসব আসনে বিকল্প প্রার্থী রাখা হচ্ছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও ঢাকা-১৭ ও বগুড়া-৬ থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত