leadT1ad

জামায়াতকে যারা হাওয়া দিচ্ছেন, তাদের মরা মাছির মতো ছুঁড়ে ফেলে দেওয়া হবে: মনির কাসেমী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫৪
মুফতি মনির হোসাইন কাসেমী। সংগৃহীত ছবি

যারা জামায়াতে ইসলামীকে ‘হাওয়া দিচ্ছেন’, তারা তওবা না করলে মরা মাছির মতো দূরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

মুফতি মনির হোসাইন কাসেমী বারিধারা মাদরাসার প্রিন্সিপাল ও নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তের সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি হেফাজতে ইসলামেরও যুগ্ম মহাসচিব। হেফাজতের প্রয়াত মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর ‘মওদুদিবাদ’-বিরোধী ভূমিকা উল্লেখ করে এসময় তিনি বলেন, ‘জামায়াত ১৯৪১ সালে শুরু হয়েছিল, প্রায় আট দশক ধরে ধারাবাহিকভাবে এদেশের আলেমরা মওদুদিবাদকে না বলে আসছেন। কিন্তু সম্প্রতি তাদের সঙ্গে দেশের কিছু কওমিধারার আলেমরা যেভাবে সম্পর্ক উন্নয়ন করেছেন এটা আগে কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি।’

মনির কাসেমী বলেন, ‘মুফতি আমিনি জিন্দা থাকবেন, শায়খুল হাদিস জিন্দা থাকবেন, নূর হোসাইন কাসেমী জিন্দা থাকবেন, উবায়দুল্লাহ ফারুক জিন্দা থাকবে, অথচ মওদুদিবাদ এই দেশে গোড়াপত্তন করে বসবে; আর আমার দেশের মাদরাসায় মওদুদির দোসররা বক্তব্য রাখবে, আমার দেশের মাদরাসাগুলো তাদের পেছনে হাটবে! শেইম শেইম শেইম! এর চেয়ে লজ্জার কিছু নাই।’

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘এই কথাগুলো সাহস করে কেউ বলে না। কিন্তু বলার মানুষেরা এখনও মরে যায় নাই, এখনও আমাদের মাঝে সেই মানুষ আছে যারা চোখে চোখ রেখে বলে দেবে—তোমরা ইসলামের নামে কলঙ্ক ছিলে, আছো। এই দেশে তোমরা কলঙ্ক হিসেবেই থেকে যাবে। যারা মওদুদিবাদ ও জামায়াতে ইসলামীকে এই দেশে হাওয়া দিচ্ছেন তারা সময়ের অপেক্ষায় থাকুন, হয় তওবা করবেন আর নাহয় আপনাদের কওমি হালকা একদম মরা মাছির মতো ছুঁড়ে ফেলে দেবে দূরে।’

মনির কাসেমী আরও বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির আমাদের সবার মুরব্বি আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী জামায়াত-শিবির ও তাদের দোসরদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আমাদের বক্তব্যও তাই। যতদিন পর্যন্ত তারা তওবা না করে সঠিক পথে ফিরে না আসবে। ততদিন পর্যন্ত তাদেরকে কওমি অঙ্গন ক্ষমা করবে না।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত