leadT1ad

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে বলল ভারতীয় ক্রিকেট বোর্ড

মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসরে ৯ কোটি রুপিতে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ‘সৃষ্ট পরিস্থিতিতে’ তাঁকে দল থেকে বাদ দিতে ফ্র্যাঞ্চাইজিটিকে নির্দেশনা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। যার প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজি কেকেআর-কে তাদের একজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুরকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প হিসেবে তাদের পছন্দমতো যেকোনো ক্রিকেটারকেই বেছে নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।

পিটিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসে অনুষ্ঠিত আইপিএল নিলামে মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিযোগিতা করে কেকেআর ৩০ বছর বয়সী মুস্তাফিজকে ৯ দশমিক ২০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ৪৮ লাখ টাকা) দলে ভিড়িয়েছিল।

Ad 300x250

সম্পর্কিত