leadT1ad

ডিসেম্বরের ২০ দিনে এলো ২.১৭ বিলিয়ন ডলার, প্রথমার্ধে ছাড়াল ১৫ বিলিয়ন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ২৩: ৩৩
রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ছবি: বাসস থেকে নেওয়া

চলতি অর্থবছরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী রয়েছে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ। ডিসেম্বরের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ২১৭ কোটি ২১ লাখ ডলার। এর ফলে অর্থবছরের প্রথমার্ধেই (জুলাই-ডিসেম্বর) ১৫ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ।

রোববার (২১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা যায়, ডিসেম্বর মাসে দৈনিক গড়ে ১০ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসছে। মাসের বাকি দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে এটি ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে নভেম্বরে এসেছিল সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার।

পরিসংখ্যান বলছে, অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৩০৩ কোটি ৭২ লাখ ডলার। ডিসেম্বরের ২০ দিনের আয় যোগ করে মোট পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫২০ কোটি ৯৩ লাখ ডলারে। এটি গত পাঁচ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে।

রেমিট্যান্স আহরণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর চেয়ে এগিয়ে রয়েছে বেসরকারি ব্যাংক। ডিসেম্বরের ২০ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫৮ কোটি ১৩ লাখ ডলার। একক ব্যাংক হিসেবে শীর্ষে থাকা ইসলামী ব্যাংক এনেছে ৪৮ কোটি ৪৮ লাখ ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা জনতা ব্যাংক এনেছে ১৮ কোটি ২৭ লাখ ডলার।

রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংক মিলে এনেছে ৩৭ কোটি ১৩ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৫২ লাখ ডলার। তবে বিদেশি ব্যাংকগুলো মাত্র ৪২ লাখ ডলার আনতে সক্ষম হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত