leadT1ad

কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে ১৭ জন নিহত, আহত ২০

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯: ৪০
নিহত স্কুল শিক্ষার্থীদের ছবি দেখাচ্ছেন একজন। ছবি: রয়টার্স

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি গ্রামীণ এলাকায় স্কুলশিক্ষার্থী বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। রোববার (১৪ ডিসেম্বর) রাতে স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যান্টিওকিয়া প্রদেশের গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেডেলিনে যাচ্ছিল। বাসটিতে অ্যান্টিওকেনো হাইস্কুলের শিক্ষার্থীরা ছিলেন।

গভর্নর বলেন, শিক্ষার্থীরা সমুদ্রসৈকতে স্নাতকোত্তর উদ্‌যাপন শেষে ফিরছিলেন। রোববার রাতে তিনি বলেন, ‘পুরো সম্প্রদায়ের জন্য এটি খুবই কঠিন খবর।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত