স্ট্রিম ডেস্ক

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাঁকে আটক করে সিটি অব লন্ডন পুলিশ। খবর রয়টার্স
যুক্তরাজ্যভিত্তিক প্রচারসংস্থা প্রিজনার্স ফর প্যালেস্টাইন জানিয়েছে, গ্রেটা থুনবার্গ ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দীদের সমর্থন করি। আমি গণহত্যার বিরোধিতা করি’—এমন লেখা সংবলিত একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেওয়ায় তাঁকে সন্ত্রাসবাদ আইনে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, যুক্তরাজ্য সরকার প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেটা থুনবার্গকে আগামী মার্চ পর্যন্ত জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে একই ঘটনায় একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এক মুখপাত্র জানান, পরে ঘটনাস্থলে আসা ২২ বছর বয়সী এক নারীকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে আটক করা হয়।
প্রিজনার্স ফর প্যালেস্টাইন জানায়, যেই ভবনটি লক্ষ্য করে বিক্ষোভ করা হয়, সেটি একটি বীমা প্রতিষ্ঠানের ব্যবহৃত ভবন। সংগঠনটির দাবি, ওই প্রতিষ্ঠান ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমসের ব্রিটিশ শাখাকে সেবা দেয়। তবে বীমা প্রতিষ্ঠানটি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২০১৮ সালে সুইডিশ পার্লামেন্টের সামনে নিয়মিত জলবায়ু আন্দোলনের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান গ্রেটা থুনবার্গ। গত বছর লন্ডনে এক বিক্ষোভে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে করা মামলায় আদালত তাঁকে খালাস দেন। তখন বিচারক রায়ে বলেন, ওই বিক্ষোভে গ্রেপ্তারের আইনি ক্ষমতা পুলিশের ছিল না।
চলতি বছরের অক্টোবরে গাজায় ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি নৌবহরে অংশ নেওয়ার সময় ইসরায়েল তাঁকে আটক করে এবং পরে প্রত্যার্পণ করে। ইসরায়েল সরকার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাঁকে আটক করে সিটি অব লন্ডন পুলিশ। খবর রয়টার্স
যুক্তরাজ্যভিত্তিক প্রচারসংস্থা প্রিজনার্স ফর প্যালেস্টাইন জানিয়েছে, গ্রেটা থুনবার্গ ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দীদের সমর্থন করি। আমি গণহত্যার বিরোধিতা করি’—এমন লেখা সংবলিত একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেওয়ায় তাঁকে সন্ত্রাসবাদ আইনে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, যুক্তরাজ্য সরকার প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেটা থুনবার্গকে আগামী মার্চ পর্যন্ত জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে একই ঘটনায় একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এক মুখপাত্র জানান, পরে ঘটনাস্থলে আসা ২২ বছর বয়সী এক নারীকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে আটক করা হয়।
প্রিজনার্স ফর প্যালেস্টাইন জানায়, যেই ভবনটি লক্ষ্য করে বিক্ষোভ করা হয়, সেটি একটি বীমা প্রতিষ্ঠানের ব্যবহৃত ভবন। সংগঠনটির দাবি, ওই প্রতিষ্ঠান ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমসের ব্রিটিশ শাখাকে সেবা দেয়। তবে বীমা প্রতিষ্ঠানটি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২০১৮ সালে সুইডিশ পার্লামেন্টের সামনে নিয়মিত জলবায়ু আন্দোলনের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান গ্রেটা থুনবার্গ। গত বছর লন্ডনে এক বিক্ষোভে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে করা মামলায় আদালত তাঁকে খালাস দেন। তখন বিচারক রায়ে বলেন, ওই বিক্ষোভে গ্রেপ্তারের আইনি ক্ষমতা পুলিশের ছিল না।
চলতি বছরের অক্টোবরে গাজায় ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি নৌবহরে অংশ নেওয়ার সময় ইসরায়েল তাঁকে আটক করে এবং পরে প্রত্যার্পণ করে। ইসরায়েল সরকার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।

কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনকে একটি ঐতিহাসিক ও প্রতীকী রাজনৈতিক ঘটনা হিসেবে উপস্থাপন করেছে। প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) তাঁর দেশে ফেরা নিয়ে সংবাদমাধ্যমটি একাধিক প্রতিবেদন প্রকাশ করে।
২৪ মিনিট আগে
উইঘুর মুসলমানদের প্রতি আচরণ নিয়ে চীনকে হুঁশিয়ারি দিয়েছে আল-কায়েদা। বিরল এই ঘটনায় জঙ্গিগোষ্ঠীটি প্রকাশ্যে চীনের বিরুদ্ধে হুমকি দিয়েছে। আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)-এর প্রধান আতেফ আল-আওলাকি এ বিষয়ে একটি বিবৃতি দেন।
২ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি অনুমোদনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপের একাধিক দেশ ও কানাডা। ব্রিটেন, কানাডা, ডেনমার্ক ও ফ্রান্সসহ মোট ১৪টি দেশ এক যৌথ বিবৃতিতে এই অবস্থান জানায়। দেশগুলো বলেছে, ইসরায়েলের এই সিদ্ধান্ত অবৈধ।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় ১৭ থেকে ১৮ বছর পর দেশে ফিরেছেন। দীর্ঘদিন তিনি লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর দেশে ফেরার পথ উন্মুক্ত হয়।
৫ ঘণ্টা আগে