leadT1ad

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার, কয়েক ঘণ্টা পর মুক্তি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯: ২৯
বিক্ষোভে গ্রেটা থুনবার্গের সঙ্গে কথা বলছেন পুলিশের এক কর্মকর্তা। সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাঁকে আটক করে সিটি অব লন্ডন পুলিশ। খবর রয়টার্স

যুক্তরাজ্যভিত্তিক প্রচারসংস্থা প্রিজনার্স ফর প্যালেস্টাইন জানিয়েছে, গ্রেটা থুনবার্গ ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দীদের সমর্থন করি। আমি গণহত্যার বিরোধিতা করি’—এমন লেখা সংবলিত একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেওয়ায় তাঁকে সন্ত্রাসবাদ আইনে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, যুক্তরাজ্য সরকার প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেটা থুনবার্গকে আগামী মার্চ পর্যন্ত জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে একই ঘটনায় একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এক মুখপাত্র জানান, পরে ঘটনাস্থলে আসা ২২ বছর বয়সী এক নারীকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে আটক করা হয়।

প্রিজনার্স ফর প্যালেস্টাইন জানায়, যেই ভবনটি লক্ষ্য করে বিক্ষোভ করা হয়, সেটি একটি বীমা প্রতিষ্ঠানের ব্যবহৃত ভবন। সংগঠনটির দাবি, ওই প্রতিষ্ঠান ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমসের ব্রিটিশ শাখাকে সেবা দেয়। তবে বীমা প্রতিষ্ঠানটি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ২০১৮ সালে সুইডিশ পার্লামেন্টের সামনে নিয়মিত জলবায়ু আন্দোলনের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান গ্রেটা থুনবার্গ। গত বছর লন্ডনে এক বিক্ষোভে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে করা মামলায় আদালত তাঁকে খালাস দেন। তখন বিচারক রায়ে বলেন, ওই বিক্ষোভে গ্রেপ্তারের আইনি ক্ষমতা পুলিশের ছিল না।

চলতি বছরের অক্টোবরে গাজায় ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি নৌবহরে অংশ নেওয়ার সময় ইসরায়েল তাঁকে আটক করে এবং পরে প্রত্যার্পণ করে। ইসরায়েল সরকার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।

Ad 300x250

সম্পর্কিত