স্ট্রিম প্রতিবেদক

গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধনকারী ভোটারদের তালিকা পূর্ণ ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই লক্ষ্যে নিবন্ধিত ভোটারদের তালিকা এবং সম্পূর্ণ ভোটার তালিকার সফট কপি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। যাচাই কার্যক্রম শেষে তালিকার সঠিকতা নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে প্রত্যয়নপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
সোমবার (১২ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক পরিপত্র থেকে এ তথ্য জানা গেছে।
পরিপত্রে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা এবং আইনের আওতাভুক্ত ব্যক্তিরা এবারের সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। ইন্টার কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) এবং আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন।
এতে আরও উল্লেখ করা হয়, আইসিপিভি ও ওসিভি জলছাপ চিহ্নিত ভোটার তালিকা এবং শুধু নিবন্ধিত আইসিপিভি ও ওসিভি ভোটারদের মুদ্রিত ছবিসহ ভোটার তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গেই পিডিএফ কপি ও মুদ্রিত তালিকা শতভাগ যাচাই করতে হবে। যাচাই শেষে মুদ্রিত ভোটার তালিকা সঠিক ও ত্রুটিমুক্ত মর্মে সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের প্রত্যয়নপত্র দিতে বলা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, নিবন্ধিত আইসিপিভি ও ওসিভি ভোটারদের ছবিসহ ভোটার তালিকা দুই কপি প্রিন্ট করতে হবে। এর মধ্যে এক কপি পোস্টাল ব্যালট গণনাকেন্দ্রে ব্যবহারের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে সরবরাহ করা হবে এবং অন্য কপি ব্যাকআপ হিসেবে সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করা হবে।
এদিকে, ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি নিষ্পত্তি করবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। সেদিনই চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারিত হবে।
রিটার্নিং কর্মকর্তারা ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। গণভোট এবং জাতীয় সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধনকারী ভোটারদের তালিকা পূর্ণ ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই লক্ষ্যে নিবন্ধিত ভোটারদের তালিকা এবং সম্পূর্ণ ভোটার তালিকার সফট কপি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। যাচাই কার্যক্রম শেষে তালিকার সঠিকতা নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে প্রত্যয়নপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
সোমবার (১২ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক পরিপত্র থেকে এ তথ্য জানা গেছে।
পরিপত্রে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা এবং আইনের আওতাভুক্ত ব্যক্তিরা এবারের সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। ইন্টার কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) এবং আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন।
এতে আরও উল্লেখ করা হয়, আইসিপিভি ও ওসিভি জলছাপ চিহ্নিত ভোটার তালিকা এবং শুধু নিবন্ধিত আইসিপিভি ও ওসিভি ভোটারদের মুদ্রিত ছবিসহ ভোটার তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গেই পিডিএফ কপি ও মুদ্রিত তালিকা শতভাগ যাচাই করতে হবে। যাচাই শেষে মুদ্রিত ভোটার তালিকা সঠিক ও ত্রুটিমুক্ত মর্মে সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের প্রত্যয়নপত্র দিতে বলা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, নিবন্ধিত আইসিপিভি ও ওসিভি ভোটারদের ছবিসহ ভোটার তালিকা দুই কপি প্রিন্ট করতে হবে। এর মধ্যে এক কপি পোস্টাল ব্যালট গণনাকেন্দ্রে ব্যবহারের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে সরবরাহ করা হবে এবং অন্য কপি ব্যাকআপ হিসেবে সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করা হবে।
এদিকে, ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি নিষ্পত্তি করবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। সেদিনই চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারিত হবে।
রিটার্নিং কর্মকর্তারা ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। গণভোট এবং জাতীয় সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বার দুর্ঘটনা ঘটেছে ঢাকার গ্যাস বিতরণের পাইপলাইনে। এবার উত্তরা টঙ্গী ব্রিজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হয়েছে। তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইনে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
১৬ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব সমাপ্ত হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) রুহুল আমিনের জেরার মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়ার এই ধাপটি সম্পন্ন হলো।
৩১ মিনিট আগে
ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জিত ৬ কোটি টাকার বেশি মায়ের দান হিসেবে আয়কর নথিতে উল্লেখ করেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল। পরে সেই অর্থের একটি অংশ আবার তিনি স্ত্রী ডা. জোবাঈদা শাহনূর রশীদকে দান করেন।
৪৩ মিনিট আগে
বিজয় দিবসে বিশেষ প্যারাস্যুট জাম্পের মাধ্যমে একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষও তাদের ওয়েবসাইটে এই স্বীকৃতির কথা প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে