leadT1ad

রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত আর্থিক ব্যবস্থা গড়ার তাগিদ তথ্য উপদেষ্টার

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ২৩: ২৭
২৫তম আইসিএমএবি কনভোকেশন-২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

দেশের জনব্যয়কে যুক্তিসঙ্গত ও জবাবদিহিমূলক করতে রাজনৈতিক প্রভাবমুক্ত কার্যকর আর্থিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দুর্নীতিমুক্ত আর্থিক কাঠামো নিশ্চিত করা এখন সময়ের দাবি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ২৫তম আইসিএমএবি কনভোকেশন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অডিট প্রতিবেদনের মূল উদ্দেশ্য হলো হিসাব ও সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নের জন্য সুপারিশ করা। এসব সুপারিশের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করা সম্ভব। এর ফলে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হয় এবং দুর্নীতির সুযোগ কমে আসে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর প্রেসিডেন্ট জ্যাঁ বুকুয়া। উপদেষ্টা সফলভাবে উত্তীর্ণ ইনস্টিটিউটের প্রায় ৩০০ জন ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যের হাতে সনদ তুলে দেন।

আইসিএমএবি সভাপতি মাহতাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও কাউন্সিল সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি ও করপোরেট খাতের বিশিষ্ট ব্যক্তিরা সমাবর্তনে অংশ নেন।

Ad 300x250

সম্পর্কিত