স্ট্রিম প্রতিবেদক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল আলোচিত নতুন পে-স্কেল বিষয়ে কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন।
সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করেন যে কমিশনের ২১ জন সদস্য বিষয়টি সবিস্তার পর্যালোচনা করছেন। তাঁরা খুব শিগগির সরকারের কাছে প্রতিবেদন জমা দেবেন।
অর্থ উপদেষ্টা বলেন, কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। বিভিন্ন পক্ষ কমিশনের কাছে মতামত ও প্রস্তাব দিয়েছে। কেউ লিখিতভাবে আবার কেউ সরাসরি সাক্ষাৎ করে তাঁদের বক্তব্য তুলে ধরেছেন। সব দিক বিবেচনা করেই সুপারিশ তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, পে-স্কেল নিয়ে পে কমিশন কাজ করছে। তাঁরা একেবারেই থেমে নেই বরং নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। কমিশনের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা কী করছেন বা না করছেন—সেটি আমাদের দেখার বিষয় নয়।
‘আপনাদের সরকার কি পে-স্কেল দিয়ে যেতে পারবে’—এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, আশা করছি কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে। কাল-পরশু এই বিষয়ে কথা হবে। বর্তমানে ২১ জন সদস্য সবকিছু বিচার-বিশ্লেষণ করছেন। এর পাশাপাশি বিচার বিভাগের আলাদা প্রতিবেদন রয়েছে। আবার প্রতিরক্ষা খাতের জন্য একটি উপকমিটিও কাজ করছে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন, নির্বাচনের আগে পে-স্কেল সম্ভব নয় এবং এটি পরবর্তী সরকার করবে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, পে-স্কেলে গভর্নরের কিছু করার নেই। গভর্নর ব্যাংকসংক্রান্ত বিষয়ে মতামত দিতে পারেন। পে-স্কেল পুরোপুরি সরকারের সিদ্ধান্তের বিষয়।
বর্তমান সরকার পে-স্কেল দিয়ে যাচ্ছে কি না, এমন প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি তো আগেই বললাম, প্রতিবেদন পেলেই বিষয়টি বলা যাবে। তবে বাস্তবায়নের বিষয়টি আলাদা। এটি একটি মৌলিক কাজ এবং খুব সবিস্তার করতে হয়। আপনারা জানেন, কমিশনের কাছে অনেকেই প্রতিনিধিত্বমূলক প্রস্তাব পাঠিয়েছেন। অনেকেই সরাসরি দেখা করেছেন। আমরা বলেছি, বিভিন্ন কমিটি করে উন্মুক্ত আলোচনা হয়েছে।
পুলিশের জন্য বডি-ক্যামেরা কেনার কোনো সিদ্ধান্ত হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিচ্ছে। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল আলোচিত নতুন পে-স্কেল বিষয়ে কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই তথ্য জানিয়েছেন।
সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করেন যে কমিশনের ২১ জন সদস্য বিষয়টি সবিস্তার পর্যালোচনা করছেন। তাঁরা খুব শিগগির সরকারের কাছে প্রতিবেদন জমা দেবেন।
অর্থ উপদেষ্টা বলেন, কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। বিভিন্ন পক্ষ কমিশনের কাছে মতামত ও প্রস্তাব দিয়েছে। কেউ লিখিতভাবে আবার কেউ সরাসরি সাক্ষাৎ করে তাঁদের বক্তব্য তুলে ধরেছেন। সব দিক বিবেচনা করেই সুপারিশ তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, পে-স্কেল নিয়ে পে কমিশন কাজ করছে। তাঁরা একেবারেই থেমে নেই বরং নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। কমিশনের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা কী করছেন বা না করছেন—সেটি আমাদের দেখার বিষয় নয়।
‘আপনাদের সরকার কি পে-স্কেল দিয়ে যেতে পারবে’—এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, আশা করছি কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে। কাল-পরশু এই বিষয়ে কথা হবে। বর্তমানে ২১ জন সদস্য সবকিছু বিচার-বিশ্লেষণ করছেন। এর পাশাপাশি বিচার বিভাগের আলাদা প্রতিবেদন রয়েছে। আবার প্রতিরক্ষা খাতের জন্য একটি উপকমিটিও কাজ করছে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন, নির্বাচনের আগে পে-স্কেল সম্ভব নয় এবং এটি পরবর্তী সরকার করবে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, পে-স্কেলে গভর্নরের কিছু করার নেই। গভর্নর ব্যাংকসংক্রান্ত বিষয়ে মতামত দিতে পারেন। পে-স্কেল পুরোপুরি সরকারের সিদ্ধান্তের বিষয়।
বর্তমান সরকার পে-স্কেল দিয়ে যাচ্ছে কি না, এমন প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি তো আগেই বললাম, প্রতিবেদন পেলেই বিষয়টি বলা যাবে। তবে বাস্তবায়নের বিষয়টি আলাদা। এটি একটি মৌলিক কাজ এবং খুব সবিস্তার করতে হয়। আপনারা জানেন, কমিশনের কাছে অনেকেই প্রতিনিধিত্বমূলক প্রস্তাব পাঠিয়েছেন। অনেকেই সরাসরি দেখা করেছেন। আমরা বলেছি, বিভিন্ন কমিটি করে উন্মুক্ত আলোচনা হয়েছে।
পুলিশের জন্য বডি-ক্যামেরা কেনার কোনো সিদ্ধান্ত হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিচ্ছে। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই।

দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বার দুর্ঘটনা ঘটেছে ঢাকার গ্যাস বিতরণের পাইপলাইনে। এবার উত্তরা টঙ্গী ব্রিজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হয়েছে। তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইনে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
১৬ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব সমাপ্ত হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) রুহুল আমিনের জেরার মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়ার এই ধাপটি সম্পন্ন হলো।
৩১ মিনিট আগে
ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জিত ৬ কোটি টাকার বেশি মায়ের দান হিসেবে আয়কর নথিতে উল্লেখ করেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল। পরে সেই অর্থের একটি অংশ আবার তিনি স্ত্রী ডা. জোবাঈদা শাহনূর রশীদকে দান করেন।
৪২ মিনিট আগে
বিজয় দিবসে বিশেষ প্যারাস্যুট জাম্পের মাধ্যমে একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষও তাদের ওয়েবসাইটে এই স্বীকৃতির কথা প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে