leadT1ad

জকসুর শীর্ষ তিন পদে শিবির-সমর্থিত প্যানেলের জয়

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জকসু নির্বাচনে ফলাফল ঘোষণা। স্ট্রিম ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদক (এজিএস); এই শীর্ষ তিন পদে জয়লাভ করেছেন। বুধবার (৭ জানুয়ারি) বুধবার দিবাগত রাত ১টার দিকে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এছাড়া সম্পাদকীয় ১১টি পদের আটটিতেও জয় পেয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা। বাকি তিনটি পদে জয় পেয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।

আর কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের মধ্যে শিবির-সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন পাঁচজন। বাকি দুটি পদের ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে একজন এবং স্বতন্ত্রভাবে প্রার্থিতা করে একজন জয়ী হয়েছেন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সহসভাপতি (ভিপি) পদে শিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৮৭০।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির-সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২৩ ভোট।

অন্যদিকে, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী বিএম আতিকুর তানজীল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট।

জকসু নির্বাচনে তিন শীর্ষ পদে জয়ী ছাত্রনেতারা
জকসু নির্বাচনে তিন শীর্ষ পদে জয়ী ছাত্রনেতারা

শীর্ষ ৩ পদে জয় পেয়েছেন যারা

ভিপি: মো. রিয়াজুল ইসলাম-৫ হাজার ৫৫৮ ভোট (অদম্য জবিয়ান ঐক্য)

জিএস: আব্দুল আলীম আরিফ- ৫ হাজার ৪৭৫ ভোট (অদম্য জবিয়ান ঐক্য)

এজিএস: মাসুদ রানা- ৫ হাজার ২০ ভোট (অদম্য জবিয়ান ঐক্য)

সম্পাদকীয় ১১ পদে বিজয়ী যারা

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক: মো. নূর নবী- ৫ হাজার ৪০০ ভোট (অদম্য জবিয়ান ঐক্য)

শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইব্রাহীম খলিল- ৫ হাজার ৫২৪ ভোট (অদম্য জবিয়ান ঐক্য)

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মোছা. সুখীমন খাতুন- ৪ হাজার ৪৮৬ ভোট (অদম্য জবিয়ান ঐক্য)

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: নুর মোহাম্মদ- ৪ হাজার ৪৭০ ভোট (অদম্য জবিয়ান ঐক্য)

আইন ও মানবাধিকার সম্পাদক: হাবিব মোহাম্মদ ফারুক আজম- ৪ হাজার ৬৫৪ ভোট (অদম্য জবিয়ান ঐক্য)

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নওশিন নাওয়ার জয়া- ৪ হাজার ৪০১ ভোট (অদম্য জবিয়ান ঐক্য)

ক্রীড়া সম্পাদক: মো. জর্জিস আনোয়ার নাঈম- ২ হাজার ৪৬৭ ভোট (অদম্য জবিয়ান ঐক্য)

সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক: মোস্তাফিজুর রহমান- ৩ হাজার ৪৮৬ ভোট (অদম্য জবিয়ান ঐক্য)

সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মো. তাকরিম আহমেদ- ৫ হাজার ৩৮৫ ভোট (ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান)

পরিবহন সম্পাদক: মো. মাহিদ হোসেন- ৪ হাজার ২৩ ভোট (ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান)

পাঠাগার ও সেমিনার সম্পাদক: মো. রিয়াসাল রাকিব- ৪ হাজার ৬৫৮ ভোট (ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান)

বিজয়ী সাত নির্বাহী সদস্য

ফাতেমা আক্তার অওরিন: ৩ হাজার ৮৫১ ভোট (অদম্য জবিয়ান ঐক্য)

মো. আকিব হাসান: ৩ হাজার ৫৮৮ ভোট (অদম্য জবিয়ান ঐক্য)

শান্তা আক্তার: ৩ হাজার ৫৫৪ ভোট (অদম্য জবিয়ান ঐক্য)

মো. মেহেদী হাসান: ৩ হাজার ৩৪৮ ভোট (অদম্য জবিয়ান ঐক্য)

মো. আবদুল্লাহ আল ফারুক: ২ হাজার ৯১৭ ভোট (অদম্য জবিয়ান ঐক্য)

মো. সাদমান আমিন (সাদমান সাম্য)- ৩ হাজার ৩০৭ ভোট (ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান)

মো. জাহিদ হাসান: ৩ হাজার ১২৪ ভোট (স্বতন্ত্র)

উল্লেখ্য, জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ জানান, এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। সেখানে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪২ জন এবং ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত