leadT1ad

৬০ হাজার চালককে দক্ষতার প্রশিক্ষণ দেবে সরকার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৬: ৪৬
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

কর্মসংস্থান সৃষ্টি ও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত ২৩০ কোটি ৭২ লাখ টাকার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ৪০ হাজার নতুন চালককে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ২০ হাজার অভিজ্ঞ চালককে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বিদ্যমান চালকদের অনেকেই হালকা যান চালান, বিদেশে যার চাহিদা কম। তাই ২০ হাজার চালককে ক্রেন ও এক্সকাভেটরের মতো ভারী যন্ত্রপাতি ও যানবাহন চালনায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এতে বিদেশে তাঁদের উচ্চ বেতনের চাকরির সুযোগ তৈরি হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তরের ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিএ অংশের ‘নন-কনসালটেন্সি সার্ভিস ফর ডেলিভারি অব কমার্শিয়াল ড্রাইভার ট্রেনিং’ প্যাকেজের অধীনে এই ভৌত সেবা ক্রয় করা হবে। প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদানের কাজ যৌথভাবে তদারকি করবে বিআরটিএ এবং বিএমইটি।

অর্থ উপদেষ্টা বলেন, এটি একটি দীর্ঘমেয়াদি কর্মসংস্থান কৌশল ও এর সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এই কর্মসূচির ফলে একদিকে বেকারত্বের চাপ কমবে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কর্মীদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। এছাড়া দেশের অভ্যন্তরেও পেশাদার চালক তৈরির মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে সরকার ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত