স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ১৮ আসামির রায় ঘোষণা হবে আগামী ২ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক শেষে রায়ের এ দিন দেন।
শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ও জহিরুল ইসলাম যুক্তি তুলে ধরে আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ সাজা অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড প্রার্থনা করেন।
এ মামলায় শেখ হাসিনা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, রূপন্তীসহ ১৭ আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। তাদের পক্ষে কোনো আইনজীবীও যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেননি। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমের পক্ষে তাঁর আইনজীবী শাহীনুর ইসলাম দাবি করেন, দুদক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। তিনি আদালতের কাছে খুরশীদ আলমের খালাস চান।
শেখ হাসিনার পরিবার ছাড়া মামলার বাকি আসামিরা হলেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম।
এছাড়া সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, মো. অলিউল্লাহ, মাযহারুল ইসলাম, কামরুল ইসলাম ও নায়েব আলী শরীফ এ মামলার আসামি।
গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পট-পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। পরে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বাচলে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের জানুয়ারিতে দুদক ছয়টি মামলা করে। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগনি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে আসামি করা হয়।
ইতোমধ্যে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে করা তিনটি দুর্নীতি মামলার রায় হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পাঁচ বছর করে কারাদণ্ড হয়েছে। শেখ রেহানার ৭ বছর এবং তাঁর মেয়ে টিউলিপ সিদ্দিককে অন্য একটি মামলায় ২ বছরের সাজা হয়েছে।

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ১৮ আসামির রায় ঘোষণা হবে আগামী ২ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক শেষে রায়ের এ দিন দেন।
শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ও জহিরুল ইসলাম যুক্তি তুলে ধরে আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ সাজা অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড প্রার্থনা করেন।
এ মামলায় শেখ হাসিনা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, রূপন্তীসহ ১৭ আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। তাদের পক্ষে কোনো আইনজীবীও যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেননি। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমের পক্ষে তাঁর আইনজীবী শাহীনুর ইসলাম দাবি করেন, দুদক অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। তিনি আদালতের কাছে খুরশীদ আলমের খালাস চান।
শেখ হাসিনার পরিবার ছাড়া মামলার বাকি আসামিরা হলেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম।
এছাড়া সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, মো. অলিউল্লাহ, মাযহারুল ইসলাম, কামরুল ইসলাম ও নায়েব আলী শরীফ এ মামলার আসামি।
গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পট-পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। পরে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজউকের পূর্বাচলে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের জানুয়ারিতে দুদক ছয়টি মামলা করে। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগনি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে আসামি করা হয়।
ইতোমধ্যে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে করা তিনটি দুর্নীতি মামলার রায় হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পাঁচ বছর করে কারাদণ্ড হয়েছে। শেখ রেহানার ৭ বছর এবং তাঁর মেয়ে টিউলিপ সিদ্দিককে অন্য একটি মামলায় ২ বছরের সাজা হয়েছে।

দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বার দুর্ঘটনা ঘটেছে ঢাকার গ্যাস বিতরণের পাইপলাইনে। এবার উত্তরা টঙ্গী ব্রিজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হয়েছে। তাৎক্ষণিকভাবে উত্তরার মূল পাইপলাইনে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব সমাপ্ত হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) রুহুল আমিনের জেরার মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়ার এই ধাপটি সম্পন্ন হলো।
২৬ মিনিট আগে
ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জিত ৬ কোটি টাকার বেশি মায়ের দান হিসেবে আয়কর নথিতে উল্লেখ করেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল। পরে সেই অর্থের একটি অংশ আবার তিনি স্ত্রী ডা. জোবাঈদা শাহনূর রশীদকে দান করেন।
৩৮ মিনিট আগে
বিজয় দিবসে বিশেষ প্যারাস্যুট জাম্পের মাধ্যমে একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষও তাদের ওয়েবসাইটে এই স্বীকৃতির কথা প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে