leadT1ad

যশোরে ফের একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
যশোর

নিহত রানা প্রতাপ। ছবি: সংগৃহীত

যশোরে আবারও এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম রানা প্রতাপ (৪৫)। আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মণিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, রানা পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। কপালিয়া বাজারে তাঁর বরফ তৈরির একটি কারখানা রয়েছে। এছাড়া নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরের ভারপ্রাপ্ত সম্পাদকও ছিলেন তিনি।

আর থানা সূত্রে জানা গেছে, রানা জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ার সাবেক শ্রমিক নেতা ওলিয়ার রহমান হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা। আনুমানিক পৌনে ৬টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মণিরামপুর থানা পুলিশ।

এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।’

এর আগে, গত শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের শংকরপুরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আলমগীর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

এছাড়া, গতকাল রোববার (৪ জানুয়ারি) এনাম নামে এক ‘জুলাই যোদ্ধা’কে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে দুবৃর্ত্তরা।

Ad 300x250

সম্পর্কিত