স্ট্রিম সংবাদদাতা

যশোরে আবারও এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম রানা প্রতাপ (৪৫)। আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মণিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, রানা পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। কপালিয়া বাজারে তাঁর বরফ তৈরির একটি কারখানা রয়েছে। এছাড়া নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরের ভারপ্রাপ্ত সম্পাদকও ছিলেন তিনি।
আর থানা সূত্রে জানা গেছে, রানা জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ার সাবেক শ্রমিক নেতা ওলিয়ার রহমান হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা। আনুমানিক পৌনে ৬টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মণিরামপুর থানা পুলিশ।
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।’
এর আগে, গত শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের শংকরপুরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আলমগীর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়া, গতকাল রোববার (৪ জানুয়ারি) এনাম নামে এক ‘জুলাই যোদ্ধা’কে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে দুবৃর্ত্তরা।

যশোরে আবারও এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম রানা প্রতাপ (৪৫)। আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মণিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, রানা পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। কপালিয়া বাজারে তাঁর বরফ তৈরির একটি কারখানা রয়েছে। এছাড়া নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরের ভারপ্রাপ্ত সম্পাদকও ছিলেন তিনি।
আর থানা সূত্রে জানা গেছে, রানা জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ার সাবেক শ্রমিক নেতা ওলিয়ার রহমান হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা। আনুমানিক পৌনে ৬টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মণিরামপুর থানা পুলিশ।
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।’
এর আগে, গত শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের শংকরপুরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আলমগীর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়া, গতকাল রোববার (৪ জানুয়ারি) এনাম নামে এক ‘জুলাই যোদ্ধা’কে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে দুবৃর্ত্তরা।

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার (৭ জানুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনতে অপারগতা জানান।
১৯ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানকালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে গণহত্যায় উসকানি ও তথ্য গোপনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত ৬ লাখ ৭৭ হাজার ২৩৩ বাংলাদেশি ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১১টিতে ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ ‘নির্ভীক জবিয়ান’ এবং জিএস ও এজিএস পদে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল।
২ ঘণ্টা আগে