leadT1ad

বিজিবির বাধায় বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জয়পুরহাট

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ২০: ৩৮
ভারত-বাংলাদেশ সীমান্ত বেড়া। সংগৃহীত ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়ায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবশ্য বিজিবির বাধায় শেষপর্যন্ত বেড়া না দিয়ে ফিরে যান বিএসএফ সদস্যরা।

স্থানীয়রা জানান, শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ সদস্যরা। ২৮১ নম্বর সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই কাজ চলছিল। তারা বিষয়টি টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের কয়া ক্যাম্পের সদস্যদের জানান। পরে বিজিবি সদস্যরা বাধা দিলে কাজ বন্ধ করে সরে যায় বিএসএফ।

এর আগেও বিএসএফ সদস্যরা দুবার পাঁচবিবির সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে বলে জানান তারা।

এদিকে, এ ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। সেখানে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় বিজিবি। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং স্থাপিত বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

Ad 300x250

সম্পর্কিত