leadT1ad

নির্বাচনে জিততে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২: ৪২
বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ট্রিম ছবি

নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে এবং মানুষের মন জয় করে ভোটকেন্দ্রে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি ‘এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ’ বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি দলীয় মনোনয়ন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘কে মনোনয়ন পেলো কে পেলো না, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। জনগণকে আপনার দল কী দিল, আপনার নেতা কী দিল; এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে।’

এসময় তিনি এনসিপিকে স্বাগত জানিয়ে বলেন, ‘তরুণ যুবকদের যে কোনও প্রয়াসকে আমরা স্বাগত জানাই। তবে সেটি অবশ্যই হতে হবে একটি ইতিবাচক ঘটনা। কিন্তু তারা বললেন বিএনপি নাকি সংস্কার নিয়ে কাজ করে না। কিন্তু দেশে যত সংস্কার এসেছে, তা বিএনপির হাত ধরেই এসেছে।‘ দেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে এসেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বলে মনে করেন মির্জা ফখরুল। এসময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয়ী করার লড়াই।’

‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানটির ৫ম দিনেও বিকেলের সেশনে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির বিভিন্ন স্তরের নেতারা।

বিষয়:

Ad 300x250

সম্পর্কিত