leadT1ad

মতপ্রকাশের জন্য যেন কাউকে আবরারের মতো হত্যাকাণ্ডের শিকার হতে না হয়: তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

তারেক রহমান। ফাইল ছবি

মতাপ্রকাশের জন্য আর কাউকে যেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মতো হত্যাকাণ্ডের শিকার হতে না হয় বলে আশাবাদ ব্যাক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বিগত সরকারের আমলে মামলার শিকার আলোকচিত্রী শহিদুল আলমের কথা উল্লেখ করে বলেন, 'শহীদুল আলম সাহেব একজন ফটোগ্রাফার। উনি কোনো রাজনীতির সাথে জড়িত না। কিন্তু আমরা দেখেছি মানুষের পক্ষে কথা বলার জন্য তাঁকে কীভাবে নির্যাতিত হয়েছে।'

বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউশান মিলনায়তনে বিএনপি আয়োজিত 'দেশ গড়ার পরিকল্পনা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় অরাজনৈতিক ব্যক্তিদের বিগত সরকারের আমলে মানবাধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ তুলে তারেক রহমান বলেন, 'স্বৈরাচারের সম্পূর্ণ সময়টা যদি আমরা দেখি, তাহলে দেখা যায়, শুধু যে রাজনৈতিক কর্মীরা নন, রাজনৈতিক দলের বাইরেও সাধারণ বহু মানুষ সুশীল সমাজের মানুষ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাংবাদিক, ডাক্তার, ব্যবসায়ী, গৃহিণী, ছাত্র-ছাত্রীসহ রাজনীতির বাইরেও এ রকম বহু মানুষ আছেন, যাদের মানবাধিকার হরণ করা হয়েছিল।'

তারেক রহমান আরও বলেন, 'বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে দলের বহু নেতা-কর্মী গুমের শিকার হয়েছে। হাজারো নেতা-কর্মী হত্যার শিকার হয়েছে। আমাদের নেতা-কর্মীদের সামনে রাতের অন্ধকারে সাদা মাইক্রোবাস এসে দাঁড়াতো এবং তার পরের দিন থেকে এ রকম বহু নেতা-কর্মীকে খুঁজে পাওয়া যেতো না। যদিও বা কাউকে খুঁজে পাওয়া যেতো, দেখা যেতো, অসহ্য শারীরিক যন্ত্রণায় সে কাতরাচ্ছে। কারণ, তাঁর ওপরে অবর্ণনীয় নির্যাতন হয়েছে।'

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, 'আমার যেমন অধিকার আছে আমার রাজনৈতিক আদর্শ জনগণের সামনে তুলে ধরার। একইভাবে আরেকটি দল, আরেকটি ব্যক্তি যখন তার রাজনৈতিক আদর্শ বিশ্বাস উপস্থাপন করবে, সেটি যাতে সে করতে পারে নিরাপদে করতে পারে, নিরাপত্তার সাথে করতে পারে।'

অনুষ্ঠানে তারেক রহমান বিএনপির নানা পরিকল্পনা অংশগ্রহণকারীদের মধ্যে তুলে ধরেন। 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক অনুষ্ঠানের পঞ্চম দিনে অংশগ্রহণ করেন সারা দেশ থেকে আসা কৃষকদলের বিভিন্ন স্তরের নেতারা। এর আগে, সকালে অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

Ad 300x250

সম্পর্কিত