leadT1ad

এনসিপির শীর্ষ নেতাদের আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী কারা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ২৩: ৪৪
স্ট্রিম গ্রাফিক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দফায় ১২৫ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আরও দুই দফায় নাম ঘোষণা করে ৩০০ আসনে প্রার্থী পূর্ণ করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটোয়ারী।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। এ সময় দলটির শীর্ষ নেতাদের নির্বাচনী আসনের তালিকাও প্রকাশ করা হয়।

এনসিপির নেতৃত্বে যারা

জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক ময়দানে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন এই দলের ঘোষণা আসে। দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হন আখতার হোসেন।

আহ্বায়ক ও সদস্যসচিবের বাইরে নতুন এই দলের শীর্ষ আটটি পদ তৈরি করা হয়। দলটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান সামান্তা শারমীন ও আরিফুল ইসলাম আদীব; জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা; মুখ্য সমন্বয়ক হিসেবে নাসীরুদ্দীন পাটোয়ারী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে আবদুল হান্নান মাসউদ। এ ছাড়া দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পান হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পান সারজিস আলম।

শীর্ষ নেতাদের আসনে প্রতিপক্ষ বিএনপি-জামায়াত

এনসিপির প্রার্থী তালিকা বিশ্লেষণে দেখা যায়, দলটির শীর্ষ নেতারা যেসব আসনে লড়বেন, সেখানে বিএনপি ও জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক কে কার মুখোমুখি হচ্ছেন:

ঢাকা-১১: এই আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন। বাড্ডা-ভাটারা-রামপুরা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন এম এ কাইয়ুম। জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান।

রংপুর-৪: এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এই আসন থেকে নির্বাচন করবেন। এখানে বিএনপির প্রার্থী রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলার আহ্বায়ক মোহাম্মদ এমদাদুল হক ভরসা। জামায়াতের হয়ে লড়বেন এ টি এম আজম খান।

ঢাকা-১৬: এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব লড়বেন এই আসনে। এখানে তাঁর প্রধান প্রতিপক্ষ বিএনপির জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং জামায়াতের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন।

ঢাকা-৯: দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এই আসনে নির্বাচন করবেন। এখানে বিএনপির প্রার্থী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ এবং জামায়াতের প্রার্থী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমেদ।

ঢাকা-১২: এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা এই আসনের প্রার্থী। তাঁর বিপরীতে বিএনপির হয়ে লড়বেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এবং জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন।

ঢাকা-১৮: এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এই আসনে লড়বেন। এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন এবং জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

পঞ্চগড়-১: এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এই আসনে নির্বাচন করবেন। এখানে বিএনপির প্রার্থী দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। জামায়াতের প্রার্থী জেলা আমির ও তেঁতুলিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন।

কুমিল্লা-৪: এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই আসনে লড়বেন। তাঁর বিপরীতে বিএনপির প্রার্থী সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এবং জামায়াতের প্রার্থী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি ও দেবিদ্বারের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম।

নোয়াখালী-৯: এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এই আসনে লড়বেন। এখানে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম এবং জামায়াতের অ্যাডভোকেট শাহ্ মোহাম্মদ মাহফুজুল হক।

মনোনয়ন পাননি শীর্ষ নেত্রী সামান্তা

ঢাকার আসনগুলোর মধ্যে ১৪টিতে প্রার্থী দিয়েছে এনসিপি। তবে প্রথম ধাপের ১২৫ আসনের তালিকায় ঠাঁই হয়নি দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনের।

এর আগে সামান্তা ‘স্ট্রিম’কে জানিয়েছিলেন, তিনি ঢাকা থেকে নির্বাচন করতে চান এবং তাঁর পছন্দ ঢাকা-১৩ আসন। তবে বুধবার ঘোষিত তালিকায় দেখা যায়, ঢাকা-১৩ আসনে প্রার্থী করা হয়েছে দলের যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইনকে।

Ad 300x250

সম্পর্কিত