leadT1ad

ঢাকায় প্রার্থী নাহিদসহ ১৪ নেতা, ছিটকে গেলেন সামান্তা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

স্ট্রিম গ্রাফিক

ঢাকার আসনগুলোর মধ্যে ১৪টিতে প্রার্থী দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুধু এখানে নয়, প্রথম ধাপের ১২৫ আসনের কোথাও ঠাঁই হয়নি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের।

এর আগে সামান্তা স্ট্রিমকে জানিয়েছিলেন, তিনি চান ঢাকা থেকে নির্বাচন করতে। এক্ষেত্রে পছন্দ ঢাকা-১৩ আসন। তবে বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন যে ১২৫ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন, তাতে ঢাকা-১৩ আসনে প্রার্থী হয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন।

তালিকা বিশ্লেষণে দেখা যায়, ঢাকা-১ আসনে রাসেল আহমেদ, ঢাকা-৪ আসনে জাহিদুল ইসলাম, ঢাকা-৫ আসনে এস এম শাহরিয়ার, ঢাকা-৭ আসনে তারেক আহম্মেদ আদেল, ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা, ঢাকা-১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা-১২ আসনে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৫ আসনে মেজর (অব.) মুহাম্মদ আলমগীর ফেরদৌস, ঢাকা-১৬ আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৭ আসনে ডা. তাজনূভা জাবীন, ঢাকা-১৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৯ আসনে ফয়সাল মাহমুদ শান্ত ও ঢাকা-২০ আসনে নাবিলা তাসনিদ মনোনয়ন পেয়েছেন।

শীর্ষ নেতাদের মধ্যে পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর-৪ আসনে সদস্য সচিব আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও নোয়াখালী-৬ আসনে যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

গত ৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করে এনসিপি। এক হাজার ৪৮৪ নেতা মনোনয়ন ফরম কিনে প্রার্থী হওয়ার জন্য সাক্ষাৎকারে অংশ নিয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত