leadT1ad

২২ জানুয়ারির আগে প্রচারণা নয়, প্রার্থীদের সতর্ক করল জমিয়ত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ২৩: ৪৬
জমিয়তে উলামায়ে ইসলাম। সংগৃহীত ছবি

প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ২২ জানুয়ারির আগে মাঠে বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের প্রচারণা না চালানোর জন্য সতর্ক করেছে বিএনপি জোটের শরিক দলটি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে দলের সব স্তরের নেতাকর্মী ও প্রার্থীদের এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হবে। এর আগে কোনো প্রার্থী বা দল মাঠে কিংবা ভার্চুয়াল মাধ্যমে প্রচার চালাতে পারবে না। বিশেষ করে ফেসবুকে পোস্টার, ব্যানার, লাইভ ভিডিও বা প্রচারণামূলক পোস্ট শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল পর্যন্ত করতে পারে।

বিবৃতি নির্দেশ দেও্য়া হয়, ডিজিটাল প্রচারণা বা ভিডিও ক্লিপ প্রকাশ থেকেও বিরত থাকতে হবে। ২২ জানুয়ারির আগ পর্যন্ত সবাইকে সংযত থাকার অনুরোধ জানানো হয়। কমিশনের নির্ধারিত সময় শুরু হলেই কেবল দায়িত্বশীলভাবে মাঠে নামার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত