স্ট্রিম ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিতে চাইলে ভারতেই যেতে হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে মঙ্গলবার (৬ জানুয়অরি) ভার্চুয়াল বৈঠকে একথা জানিয়েছে আইসিসি।
ক্রিকইনফো বলছে, ভার্চুয়াল বৈঠকে আইসিসি স্পষ্ট করে বিসিবিকে জানিয়ে দিয়েছে– বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার অনুরোধ তাদের পক্ষে রাখা সম্ভব নয়। আইসিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।
তবে বিসিবির ভাষ্য, আইসিসি এমন কোনো চূড়ান্ত বার্তা বা আলটিমেটাম দেয়নি। অবশ্য এই বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত আইসিসি বা বিসিবি– কেউই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
গত ৪ জানুয়ারি বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করতে বলার পরই আইসিসি এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে।
২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের প্রথম তিন ম্যাচ কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু। এরপর ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে, প্রতিপক্ষ নেপাল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। গত ডিসেম্বরে হওয়া আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তিনিই ছিলেন ২০২৬ সালের নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয়।
এই ঘটনার জেরে ভারতে নিরাপত্তার প্রশ্ন তুলে বিসিবি জানিয়ে দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তারা কোনো ম্যাচ খেলবে না। বিসিবি মনে করে, বিশ্বকাপের ম্যাচ উপলক্ষে দলের বাইরেও বাংলাদেশ থেকে অনেকে ভারতে যাবেন। তাদের নিরাপত্তা নিয়েও সেখানে শঙ্কা থাকবে। এমন পরিস্থিতিতে ভারতে খেলতে যাওয়া বাঞ্ছনীয় নয়।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, যে পরিস্থিতি চলছে, তাতে সেখানে গিয়ে বাংলাদেশ দলের খেলা সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার বুঝেশুনে দল না পাঠানোর অবস্থান নিয়েছে। এখন একমাত্র সরকার চাইলেই বাংলাদেশের ভারতে গিয়ে খেলা সম্ভব হতে পারে।
পিএসএলে নাম লেখালেন মুস্তাফিজ
আইপিএল খেলতে না পারলেও মুস্তাফিজকে লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পিএসএলের অফিশিয়াল এক্স হ্যান্ডের এক পোস্টে বাম হাতি পেসারকে কেনার তথ্য জানানো হয়েছে। এতে মুস্তাফিজের ছবি দিয়ে লেখা, ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে…এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মুস্তাফিজুর রহমান।

আইপিএলের মতো পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হবে ২৬ মার্চ। আগামী ৩ মে শেষ হবে এই আসর। মুস্তাফিজ এর আগে ২০১৮ সালে একবার পিএসএল খেলেছেন। লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
মুস্তাফিজের দল এখনো নিশ্চিত নয়। তবে প্লেয়ার্স ড্রাফট থেকে মুস্তাফিজ যে দল পাবেন, সেটা মোটামুটি নিশ্চিত। প্লেয়ার্স ড্রাফটের তারিখ এখনো ঠিক হয়নি। এবার প্রথমবার পিএসএল হতে যাচ্ছে আট দলের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিতে চাইলে ভারতেই যেতে হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে মঙ্গলবার (৬ জানুয়অরি) ভার্চুয়াল বৈঠকে একথা জানিয়েছে আইসিসি।
ক্রিকইনফো বলছে, ভার্চুয়াল বৈঠকে আইসিসি স্পষ্ট করে বিসিবিকে জানিয়ে দিয়েছে– বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার অনুরোধ তাদের পক্ষে রাখা সম্ভব নয়। আইসিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।
তবে বিসিবির ভাষ্য, আইসিসি এমন কোনো চূড়ান্ত বার্তা বা আলটিমেটাম দেয়নি। অবশ্য এই বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত আইসিসি বা বিসিবি– কেউই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
গত ৪ জানুয়ারি বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করতে বলার পরই আইসিসি এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে।
২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের প্রথম তিন ম্যাচ কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু। এরপর ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে, প্রতিপক্ষ নেপাল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। গত ডিসেম্বরে হওয়া আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তিনিই ছিলেন ২০২৬ সালের নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয়।
এই ঘটনার জেরে ভারতে নিরাপত্তার প্রশ্ন তুলে বিসিবি জানিয়ে দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তারা কোনো ম্যাচ খেলবে না। বিসিবি মনে করে, বিশ্বকাপের ম্যাচ উপলক্ষে দলের বাইরেও বাংলাদেশ থেকে অনেকে ভারতে যাবেন। তাদের নিরাপত্তা নিয়েও সেখানে শঙ্কা থাকবে। এমন পরিস্থিতিতে ভারতে খেলতে যাওয়া বাঞ্ছনীয় নয়।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, যে পরিস্থিতি চলছে, তাতে সেখানে গিয়ে বাংলাদেশ দলের খেলা সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার বুঝেশুনে দল না পাঠানোর অবস্থান নিয়েছে। এখন একমাত্র সরকার চাইলেই বাংলাদেশের ভারতে গিয়ে খেলা সম্ভব হতে পারে।
পিএসএলে নাম লেখালেন মুস্তাফিজ
আইপিএল খেলতে না পারলেও মুস্তাফিজকে লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পিএসএলের অফিশিয়াল এক্স হ্যান্ডের এক পোস্টে বাম হাতি পেসারকে কেনার তথ্য জানানো হয়েছে। এতে মুস্তাফিজের ছবি দিয়ে লেখা, ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে…এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মুস্তাফিজুর রহমান।

আইপিএলের মতো পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হবে ২৬ মার্চ। আগামী ৩ মে শেষ হবে এই আসর। মুস্তাফিজ এর আগে ২০১৮ সালে একবার পিএসএল খেলেছেন। লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
মুস্তাফিজের দল এখনো নিশ্চিত নয়। তবে প্লেয়ার্স ড্রাফট থেকে মুস্তাফিজ যে দল পাবেন, সেটা মোটামুটি নিশ্চিত। প্লেয়ার্স ড্রাফটের তারিখ এখনো ঠিক হয়নি। এবার প্রথমবার পিএসএল হতে যাচ্ছে আট দলের।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এমন নির্দেশনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দিয়েছে বলে দাবি করে গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলছে বিসিবি।
১৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ বোর্ড পরিচালককে নিয়ে সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে নিরাপত্তাজনিত কারণে দল পাঠাতে পারবে না বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বিসিবি।
৪ দিন আগে
বাংলাদেশি বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে বিবৃতি দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
৫ দিন আগে
ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসরে ৯ কোটি রুপিতে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ‘সৃষ্ট পরিস্থিতিতে’ তাঁকে দল থেকে বাদ দিতে ফ্র্যাঞ্চাইজিটিকে নির্দেশনা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
৫ দিন আগে