এখন মানিব্যাগ থেকে কার্ড সরিয়ে গুগল পে চালুর সময় এসেছে। যার মাধ্যমে শুধু দেশে নয়, সারা পৃথিবীতে লেনদেন করা যাবে। এর মধ্য দিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল, আর্থিক অন্তর্ভুক্তিতে তা বড় ভূমিকা রাখবে।
স্ট্রিম ডেস্ক

বাংলাদেশে চালু হলো গুগলের ডিজিটাল ওয়ালেট সেবা। ‘গুগল পে’ নামে পরিচিত এই সেবাটি গুগল, মাস্টারকার্ড ও ভিসা কার্ডের সহযোগিতায় চালু করেছে সিটি ব্যাংক। আজ মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আনুষ্ঠানিকভাবে এই সেবা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের প্রধান সাব্বির আহম্মেদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘আর্থিক সেবা আরও ডিজিটাল করতে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। লেনদেন ডিজিটাল হলে স্বচ্ছতা নিশ্চিত হয়। এতে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতের পাশাপাশি নগদ অর্থ লেনদেনবিহীন সমাজ গড়ে ওঠে।’
সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, ‘প্রকৃত অর্থেই ডিজিটালি আর্থিক লেনদেন করতে পারে—এমন দেশের তালিকায় যুক্ত হলাম আমরা। এখন মানিব্যাগ থেকে কার্ড সরিয়ে গুগল পে চালুর সময় এসেছে। যার মাধ্যমে শুধু দেশে নয়, সারা পৃথিবীতে লেনদেন করা যাবে। এর মধ্য দিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল, আর্থিক অন্তর্ভুক্তিতে তা বড় ভূমিকা রাখবে।’
গুগল পে কীভাবে ব্যবহার করবেন?
আপাতত এটি শুধু সিটি ব্যাংকের কার্ডধারীদের (ভিসা এবং মাস্টার কার্ড) জন্যই উন্মুক্ত। অর্থাৎ যারা সিটি ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করেন, তারাই এখন থেকে গুগল ওয়ালেটের মাধ্যমে দেশ-বিদেশে পিওএস মেশিনে পেমেন্ট করতে পারবেন। গুগল পে সেবা ব্যবহার করতে হলে অবশ্যই মোবাইলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৭ বা তার ওপরের সংস্করণের হতে হবে। এছাড়াও ডিভাইসে ইন-স্টোর কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য এনএফসি প্রযুক্তি চালু থাকতে হবে। এরপর অ্যাপসটি বিভিন্ন সেবায় ব্যবহারযোগ্য করে তোলার জন্য বেশ কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে। কি সেই ধাপগুলো?
১। শুরুতে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকে ‘গুগল ওয়ালেট’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে নিতে হবে। এরপর অ্যাপটি ব্যবহারকারীর কাছে লোকেশন ও নোটিফিকেশনের অনুমতি চাইবে, যা অনুমোদন দিলে অ্যাপটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে।
২। ‘অ্যাড পেমেন্ট মেথড’ অপশন থেকে ডেবিট বা ক্রেডিট কার্ড সংযুক্ত করতে হবে। কার্ডের নম্বর, মেয়াদ, পিছনের ৩ অঙ্কের সিভিভি নম্বর এবং কার্ডধারীর নাম দিয়ে কার্ড যুক্ত করতে হয়। চাইলে ক্যামেরার সাহায্যেও কার্ড স্ক্যান করে তথ্য সংযোজন করা সম্ভব। এরপর ব্যাংক থেকে এসএমএস বা ইমেইলের মাধ্যমে ভেরিফিকেশন কোড আসবে, যা অ্যাপে ইনপুট করলেই ওয়ালেটটি ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে।
টাকা পাঠানো ও গ্রহণ করার কোনো সুবিধা এখনো চালু হয়নি। অনলাইনে পেমেন্টের সুবিধাও নেই। তবে দোকানে পেমেন্টের ক্ষেত্রে যেখানে এনএফসি প্রযুক্তির পিওএস মেশিন আছে, সেখানে ফোনটি মেশিনের কাছে ধরলেই পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে। এতে পিন বা কার্ডের প্রয়োজন হবে না। গণপরিবহনে ব্যবহারের সুবিধা এখনো যুক্ত হয়নি। ভবিষ্যতে যাত্রার সময় শুধু ফোনটি টিকিট স্ক্যানারের কাছে ধরলেই টিকিট হিসেবেব্যবহার করা যাবে।

বাংলাদেশে চালু হলো গুগলের ডিজিটাল ওয়ালেট সেবা। ‘গুগল পে’ নামে পরিচিত এই সেবাটি গুগল, মাস্টারকার্ড ও ভিসা কার্ডের সহযোগিতায় চালু করেছে সিটি ব্যাংক। আজ মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আনুষ্ঠানিকভাবে এই সেবা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের প্রধান সাব্বির আহম্মেদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘আর্থিক সেবা আরও ডিজিটাল করতে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। লেনদেন ডিজিটাল হলে স্বচ্ছতা নিশ্চিত হয়। এতে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতের পাশাপাশি নগদ অর্থ লেনদেনবিহীন সমাজ গড়ে ওঠে।’
সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, ‘প্রকৃত অর্থেই ডিজিটালি আর্থিক লেনদেন করতে পারে—এমন দেশের তালিকায় যুক্ত হলাম আমরা। এখন মানিব্যাগ থেকে কার্ড সরিয়ে গুগল পে চালুর সময় এসেছে। যার মাধ্যমে শুধু দেশে নয়, সারা পৃথিবীতে লেনদেন করা যাবে। এর মধ্য দিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে গেল, আর্থিক অন্তর্ভুক্তিতে তা বড় ভূমিকা রাখবে।’
গুগল পে কীভাবে ব্যবহার করবেন?
আপাতত এটি শুধু সিটি ব্যাংকের কার্ডধারীদের (ভিসা এবং মাস্টার কার্ড) জন্যই উন্মুক্ত। অর্থাৎ যারা সিটি ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করেন, তারাই এখন থেকে গুগল ওয়ালেটের মাধ্যমে দেশ-বিদেশে পিওএস মেশিনে পেমেন্ট করতে পারবেন। গুগল পে সেবা ব্যবহার করতে হলে অবশ্যই মোবাইলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৭ বা তার ওপরের সংস্করণের হতে হবে। এছাড়াও ডিভাইসে ইন-স্টোর কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য এনএফসি প্রযুক্তি চালু থাকতে হবে। এরপর অ্যাপসটি বিভিন্ন সেবায় ব্যবহারযোগ্য করে তোলার জন্য বেশ কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে। কি সেই ধাপগুলো?
১। শুরুতে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর থেকে ‘গুগল ওয়ালেট’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে নিতে হবে। এরপর অ্যাপটি ব্যবহারকারীর কাছে লোকেশন ও নোটিফিকেশনের অনুমতি চাইবে, যা অনুমোদন দিলে অ্যাপটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে।
২। ‘অ্যাড পেমেন্ট মেথড’ অপশন থেকে ডেবিট বা ক্রেডিট কার্ড সংযুক্ত করতে হবে। কার্ডের নম্বর, মেয়াদ, পিছনের ৩ অঙ্কের সিভিভি নম্বর এবং কার্ডধারীর নাম দিয়ে কার্ড যুক্ত করতে হয়। চাইলে ক্যামেরার সাহায্যেও কার্ড স্ক্যান করে তথ্য সংযোজন করা সম্ভব। এরপর ব্যাংক থেকে এসএমএস বা ইমেইলের মাধ্যমে ভেরিফিকেশন কোড আসবে, যা অ্যাপে ইনপুট করলেই ওয়ালেটটি ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে।
টাকা পাঠানো ও গ্রহণ করার কোনো সুবিধা এখনো চালু হয়নি। অনলাইনে পেমেন্টের সুবিধাও নেই। তবে দোকানে পেমেন্টের ক্ষেত্রে যেখানে এনএফসি প্রযুক্তির পিওএস মেশিন আছে, সেখানে ফোনটি মেশিনের কাছে ধরলেই পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে। এতে পিন বা কার্ডের প্রয়োজন হবে না। গণপরিবহনে ব্যবহারের সুবিধা এখনো যুক্ত হয়নি। ভবিষ্যতে যাত্রার সময় শুধু ফোনটি টিকিট স্ক্যানারের কাছে ধরলেই টিকিট হিসেবেব্যবহার করা যাবে।

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় মেলা ‘গালফফুড-২০২৬’-এ বাংলাদেশের ৩৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দুবাইয়ে আয়োজিত এই মেলায় দেশীয় প্রক্রিয়াজাত ও হিমায়িত খাদ্যপণ্যের প্রদর্শনী ও বিপণন চলছে।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন (এফটিজেড) স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এই জোন গড়ে তোলা হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
৯ ঘণ্টা আগে
ইতিহাসে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকছেন ।
১২ ঘণ্টা আগে
দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম বেড়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করেছে। এর ফলে দেশের ইতিহাসে সোনার দামে সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছে।
১ দিন আগে