leadT1ad

নির্বাচনী ইশতেহারে উপকূলের সংকট অন্তর্ভুক্তি চেয়ে নাগরিক সংলাপ চলছে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

নির্বাচনী ইশতেহারে উপকূলের সংকট অন্তর্ভুক্তি চেয়ে রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে চলছে নাগরিক সংলাপ। স্ট্রিম ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে উপকূলীয় অঞ্চলের সংকট অন্তর্ভুক্তি এবং নিরসনে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চেয়ে নাগরিক সংলাপ চলছে। আজ রোববার বেলা পৌনে ১১টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এ আলোচনা শুরু হয়।

জাতীয় নির্বাচনের আগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা সংলাপে অংশ নিয়েছেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্ড) এবং মিডিয়া স্ট্রিম। সংলাপে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিম।

আয়োজনের শুরুতে লেখক ও অনুবাদক জাভেদ হুসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ।

ইফতেখার মাহমুদ বলেন, মানুষের সমস্যাগুলো রাজনৈতিক ও পরিবেশগত– দুই দিক থেকেই দেখা দরকার। নির্বাচনে জয়ীদের কাছে সমস্যা সমাধানের প্রত্যাশা থাকে। সেই জায়গা থেকে পরিবেশ, জলবায়ু ও পানি সংক্রান্ত সমস্যা তাঁরা অ্যাড্রেস (চিহ্নিত) করবেন এমন আশা থাকে।

তিনি আরও বলেন, ইশতেহারে সমস্যা সমাধানের ফুলঝুঁড়ি থাকে। কিন্তু বাস্তবায়নে আমরা প্রত্যাশা ও প্রাপ্তির ফারাক দেখতে পাই। অবশ্য এই সমস্যার সমাধান শুধু রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়া যায় না। নিয়মিত চাপ প্রয়োগ করার মধ্য দিয়ে মানুষের দাবি সরকারের কাছে তুলে ধরা নাগরিক সমাজের দায়িত্ব।

Ad 300x250

সম্পর্কিত