leadT1ad

সুইজারল্যান্ডে থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে আগুন, নিহত ৪০

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ২০: ১৩
লে কনস্টেলেশন বার ও লাউঞ্জে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা স্কি রিসোর্টে থার্টি ফার্স্ট নাইটের পার্টি চলাকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে, একটি জনাকীর্ণ বারে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন।

সুইজারল্যান্ডের স্থানীয় সময় রাত দেড়টার দিকে (বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা) ‘লে কনস্টেলেশন’ নামের বারে এই আগুনের সূত্রপাত হয়। সুইস পুলিশ জানিয়েছে, কয়েকজনের দগ্ধ হওয়ার মাত্রা এতটাই বেশি যে দগ্ধদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ কমান্ডার ফ্রেডেরিক গিসলার জানান, আহত ব্যক্তিদের দ্রুত সিওন, লোজান, জেনেভা ও জুরিখের হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যাম্পেনের বোতলে রাখা একটি জ্বলন্ত মোমবাতি থেকে বারের কাঠের তৈরি ছাদে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ও ছাদ ধসে পড়ে। বাঁচার জন্য আতঙ্কিত মানুষ জানালা ভেঙে এবং বেসমেন্টের সরু সিঁড়ি দিয়ে তাড়াহুড়া করে বের হওয়ার চেষ্টা করে।

ফরাসি গণমাধ্যমকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আগুনের সময় বারের ভেতরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কেউ কেউ ধারণা করছেন, সিসার পাইপের চারকোল উল্টে গিয়েও আগুনের সূত্রপাত হতে পারে।

তরুণ ও পর্যটকদের কাছে জনপ্রিয় এই বারে তখন কয়েক শ মানুষ নতুন বছর উদযাপনে মগ্ন ছিলেন। ২০১৫ সালে চালু হওয়া এই বারে একসঙ্গে তিন শতাধিক মানুষ অবস্থান করতে পারতেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত