leadT1ad

ইরানের বিক্ষোভকারীদের প্রতি মালালার সমর্থন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৮: ৫৫
মালালা ইউসুফজাই। ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের নাগরিক মালালা ইউসুফজাই ইরানের সরকারবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইরানের চলমান বিক্ষোভ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মালালা বলেন, ইরানের বিক্ষোভকে শিক্ষাসহ জনজীবনের সব ক্ষেত্রে মেয়েদের এবং নারীদের স্বাধীনতার ওপর রাষ্ট্রের আরোপিত দীর্ঘস্থায়ী বিধিনিষেধ থেকে আলাদা করা যায় না। অন্য সব মেয়ের মতো ইরানি মেয়েরাও মর্যাদাপূর্ণ জীবন চায়।

তিনি আরও বলেন, (ইরানের) ভবিষ্যৎ বহিরাগত শক্তি বা নিপীড়ক শাসকগোষ্ঠীর মাধ্যমে নয়; ইরানি জনগণের মাধ্যমেই পরিচালিত হতে হবে। আর এতে ইরানি নারী ও মেয়েদের নেতৃত্ব অন্তর্ভুক্ত থাকতে হবে।

ইরানের কর্মকর্তারা বলছেন, তাঁরা গভীর অর্থনৈতিক সংকটের ব্যাপারে মানুষের বিক্ষোভকে সমর্থন করেন। কিন্তু সহিংস আন্দোলনকে সহ্য করবেন না। এছাড়া বিক্ষোভে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উসকানি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন ইরানি কর্মকর্তারা।

উল্লেখ্য, পাকিস্তানে মেয়েদের শিক্ষা নিয়ে লড়াই করা মালালা ইউসুফজাই ২০১৪ সালে ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পান।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত