leadT1ad

বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছেন: খামেনি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভকারীদের ‘সমস্যা সৃষ্টিকারী’ আখ্যা দিয়েছেন এবং তাঁরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন।

শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেন খামেনি। দেশজুড়ে তীব্র বিক্ষোভ চলাকালেও ভাষণে খামেনিকে বেশ অবিচল মনে হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে।

৮৬ বছর বয়সী খামেনি ভাষণে বলেন, সবাইকে জানাতে হবে যে ইসলামী প্রজাতন্ত্র কয়েক লাখ সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে ক্ষমতায় এসেছে। যারা এটি অস্বীকার করে তাদের সামনে কখনো এ সরকার পিছু হটবে না।

পরে সরকারের সমর্থকদের এক সমাবেশে দেওয়া এবং রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে খামেনি আরও দৃঢ়তার সঙ্গে বলেন, ইরান ধ্বংসাত্মক উপাদানগুলো মোকাবিলা করতে পিছপা হবে না।

শুধু তাই নয়, ইরান এ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠিও দিয়েছে। চিঠিতে দেশটি বিক্ষোভকে সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ড এবং ব্যাপক ভাঙচুরের দিকে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত অভিযোগ করেছেন, আমেরিকা ‘হুমকি, উসকানি এবং ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীলতা ও সহিংসতাকে উৎসাহিত করার মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।’

এদিকে, গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) সরকারের সমর্থনেও বড় সমাবেশ হয়েছে। পরে সেই সমাবেশে ভাষণ দেন খামেনি। আর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরান ‘বড় বিপদে আছে’।

ইরানি রিয়ালের মানের বড় ধরনের পতন ও গভীর অর্থনৈতিক সংকটের অসন্তোষ থেকে শুরু হওয়া আন্দোলন গতকাল শুক্রবার ১৩তম দিনে গড়িয়েছে। গত কয়েক বছরের মধ্যে যা দেশটির বড় আন্দোলনে রূপ নিয়েছে। আন্দোলন থেকে বর্তমান খামেনি নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থার পতনের ডাক দেওয়া হয়েছে। সারা ইরানে ছড়িয়ে পড়া আন্দোলনে আবার কোথাও কোথাও রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিও করছেন।

এদিকে, মানবাধিকার সংস্থাগুলোর মতে গত ১৩ দিনের আন্দোলনে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪৮ জনই আন্দোলনকার‌ী। বাকি ১৪ জন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া ২২৭৭ জনকে আটক করা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত