leadT1ad

ইরান ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে চীনের প্রতিক্রিয়া

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৭: ৫৭
মাও নিং। ছবি: সংগৃহীত

ইরানের চলমান আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যদি কোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা করে; সে দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এদিকে, ট্রাম্পের এই ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলছে, চীন তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইরানে চলমান বিক্ষোভ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ট্রাম্পের ঘোষণার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, শুল্ক যুদ্ধে কেউ জয়ী হয় না বলে আমরা সব সময় বিশ্বাস করি। চীন দৃঢ়ভাবে তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবে।

অন্যদিকে চীনের নাগরিকদের ইরান ভ্রমণের ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা জানতে চাইলে এ মুখপাত্র বলেন, ইরানের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন।

তিনি বলেন, চীনা নাগরিকদের নিরাপত্তা সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব।

উল্লেখ্য, গত বছর বিশ্বের দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করলে ওই পরিস্থিতি তৈরি হয়েছিল। যা চীনকেও পাল্টা শুল্ক আরোপে প্ররোচিত করেছিল।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত