leadT1ad

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় বাহরাইনে বিরোধীদলের নেতার ৬ মাসের কারাদণ্ড

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৮
ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যাকশন সোসাইটির প্রধান ইব্রাহিম শরিফ। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে বাহরাইন ও আরব বিশ্বের সম্পর্কের সমালোচনা করায় বিরোধীদলীয় নেতা ইব্রাহিম শরিফকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাহরাইনের নিম্ন আদালত এই রায় দেন। একই সঙ্গে তাঁকে ২০০ বাহরাইনি দিনার (প্রায় ৫৩০ ডলার) জরিমানা করা হয়েছে।

বামপন্থী এই রাজনীতিককে গত নভেম্বর থেকে আটক রাখা হয়েছিল। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর ছড়ানো ও আরব নেতাদের মানহানি করার অভিযোগ আনা হয়। আদালতের রায়ে বলা হয়, বৈরুতে লুয়ালুয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরব দেশগুলোর সমালোচনা করেছিলেন।

প্রসিকিউশন জানায়, শরিফ আরব রাষ্ট্রগুলোকে ইসরায়েলের সঙ্গে যোগসাজশ ও ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত করেছেন। তিনি জনগণকে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল বাহরাইন, যার কড়া সমালোচক ছিলেন শরিফ।

মানবাধিকার সংস্থা ‘বার্ড’-এর পরিচালক সাইদ আহমেদ আলওয়াদাই এই রায়কে ‘ভয়ংকর নজির’ হিসেবে অভিহিত করে বলেন, ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো ও ইসরায়েলি গণহত্যার সময় আরব দেশগুলোর ভূমিকার সমালোচনা করায় একজন বিশিষ্ট ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত।

ইব্রাহিম শরিফ ‘ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যাকশন সোসাইটি’ বা ওয়াদ-এর প্রধান। ২০১১ সালের গণতন্ত্রপন্থী আন্দোলনের সময় থেকে এ নিয়ে ১০ বার তাঁকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত