leadT1ad

ইরানে চার দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৪: ৪৮
ইরানে চার দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রয়েছে। ছবি: এক্স থেকে নেওয়া

ইরানে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ রয়েছে চার দিনেরও বেশি সময় ধরে (প্রায় ১০৮ ঘণ্টা)। সাইবার নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস মনিটর এ দাবি করেছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যত দ্রুত সম্ভব ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করা হবে বলে কূটনীতিকদের জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। গতকাল সোমবার তিনি বলেন, এ বিষয়ে সরকার নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।

গত ২৮ ডিসেম্বর ইরানে লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। পরে ধীরে ধীরে তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। এর জের ধরে গত ৮ জানুয়ারি থেকে ইরানজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছে দেশটির কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতিতে গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইরানের বন্ধ ইন্টারনেট পুনরায় চালুর ব্যাপারে উদ্যোগ দিতে যাচ্ছেন। এ জন্য স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংকের মালিক ইলন মাস্কের সঙ্গে বসার পরিকল্পনা করেছেন তিনি। ট্রাম্প বলেন, স্পেসএক্স এই কাজের জন্য খুবই উপযুক্ত।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা ইরানে ইন্টারনেট চালুর অগ্রগতি সম্পর্কে জানতে মাস্কের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া পায়নি। স্পেসএক্সও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে ইরানে কী ঘটছে তার প্রকৃত তথ্য জানা যাচ্ছে না। তবে চলমান বিক্ষোভকে ২০২২ সালের পর দেশটির বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত