leadT1ad

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন সংগঠনের শোক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২২: ১৭
খালেদা জিয়া। সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পৃথক শোকবার্তায় তাঁরা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তিনি কেবল একটি দলের নেত্রী ছিলেন না, বরং বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপসহীন নেতৃত্বের ফলেই জাতি বারবার গণতন্ত্রহীন অবস্থা থেকে মুক্ত হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন ৯০-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেত্রী। লড়াকু ও দৃঢ় নেতৃত্বের জন্য তিনি ভবিষ্যতেও মানুষের শ্রদ্ধায় সিক্ত হবেন। এরশাদবিরোধী আন্দোলন এবং দেশের গণতান্ত্রিক সংগ্রামে তাঁর নেতৃত্ব জাতি চিরদিন স্মরণ করবে।

বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন

অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন ও মহাসচিব মো. মামুন অর রশিদ বেগম জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। বিরোধী দলীয় নেতা হিসেবেও সংসদে তাঁর বলিষ্ঠ ভূমিকা দেশের উন্নয়নে সহায়ক ছিল।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান পিপিএম স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। একজন রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর দৃঢ়তা ও সাহস নারী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ইতিহাসে স্থায়ী আসন করে নিয়েছে।

ডিএমটিসিএল

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) শোক প্রকাশ করে জানিয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তাঁর মৃত্যুতে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ করছেন। তারা খালেদা জিয়ার রাজনৈতিক সহকর্মী ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত