leadT1ad

ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে গণভোটে অংশগ্রহণ জরুরি: বাণিজ্য উপদেষ্টা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৮: ১৭
‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ’ শীর্ষক সভায় বক্তব্য দিচ্ছেন শেখ বশিরউদ্দীন। ছবি: পিআইডি

ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সকল নাগরিকের গণভোটে অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, সন্তানদের জন্য একটি নিরাপদ দেশ রেখে যাওয়া আমাদের সবার কর্তব্য।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ’ শীর্ষক সভায় এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, অতীতে জনগণের মতামত ছাড়াই মাত্র ৪ মিনিটে সংবিধান সংশোধন করা হয়েছে। সে কারণেই ফ্যাসিবাদ আমাদের ওপর গেড়ে বসেছিল। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যেই বর্তমান সরকার সংবিধান সংশোধনের জন্য গণভোট আয়োজন করছে।

আগামী নির্বাচন নিয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে শেখ বশিরউদ্দীন অপপ্রচারে বিভ্রান্ত না হতে আহ্বান জানান।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফজলুল হক ভূইয়া এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

Ad 300x250

সম্পর্কিত