leadT1ad

খালেদা জিয়ার শোকবইয়ে ৩ উপদেষ্টা ও জামায়াত নেতাদের স্বাক্ষর

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২২: ৪৪
বিএনপির গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর ৩ উপদেষ্টা ও জামায়াত নেতারা। স্ট্রিম কোলাজ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করেছেন সরকারের তিন উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর নেতারা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বিএনপির গুলশান কার্যালয়ে পৃথকভাবে উপস্থিত হয়ে তাঁরা শোক প্রকাশ করেন এবং শোক বইয়েও স্বাক্ষর করেন।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। তাঁরা শোকবইয়ে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপি কার্যালয়ে যায়। প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও ডা. এস এম খালিদুজ্জামান।

জামায়াত নেতারা মির্জা ফখরুলসহ উপস্থিত বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকবইয়ে স্বাক্ষর করেন। পরে ডা. তাহের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি খালেদা জিয়ার রাজনৈতিক অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।

Ad 300x250

সম্পর্কিত