leadT1ad

ভোটের সুযোগ কোনভাবেই হারানো যাবে না: আসিফ নজরুল

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাইবান্ধা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২২: ০২
মতবিনিময় সভায় কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আমরা এখন একটি নতুন সময়ে উপস্থিত হয়েছি, যেখানে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কোনোভাবেই হারানো চলবে না।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা স্টেডিয়ামের অডিটোরিয়াম হলরুমে এক মতবিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল এ কথা বলেন। তিনি বলেন, ‘ভোট দেওয়া মানে আপনার সরকার আপনিই নির্ধারণ করবেন। কে সংসদে গিয়ে আপনার কথা বলবেন, সেটি আপনিই ঠিক করবেন।’

গণভোট ও নির্বাচন বিষয়ক এই সভায় বিগত সরকারের কঠোর সমালোচনা করেন উপদেষ্টা। তিনি বলেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণকে অধিকারবঞ্চিত রেখেছে। দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে তারা অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছে।

গণভোট প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, দেশ থেকে বৈষম্য ও দুর্নীতি দূর করতে চাইলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আর অন্যায়ের পক্ষে থাকলে ‘না’ ভোট দেবেন। এবারই প্রথম প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

তবে বক্তব্যের শেষ পর্যায়ে তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হাদি হত্যাসহ গণঅভ্যুত্থানে শহীদদের বিচারের কালক্ষেপণ নিয়ে প্রশ্ন তোলেন। উপদেষ্টার উত্তরে সন্তুষ্ট না হয়ে তাঁরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুরু করেন। হট্টগোলের একপর্যায়ে তিনি তাৎক্ষণিক হলরুম ত্যাগ করে চলে যান।

সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তা এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত