leadT1ad

মোদী-বিরোধী বিক্ষোভে গুলি: সাবেক গণপূর্তমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবেদনের সময় বাড়ল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ২১: ০৩
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংগৃহীত ছবি

২০২১ সালে মোদি-বিরোধী বিক্ষোভে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই মাস বাড়ানো হয়েছে। প্রসিকিউশনের আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ সময় মঞ্জুর করেন।

রোববার (১৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। আদালতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম প্রতিবেদন জমা দিতে দুই মাস সময় চান। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১৫ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন।

এর আগে গত ১০ নভেম্বর ট্রাইব্যুনাল মোকতাদির চৌধুরীকে ১৪ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুযায়ী, আজ সকালে কারাগার থেকে তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়।

প্রসিকিউশন জানায়, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের আন্দোলন চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েকজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু হয়। অন্য মামলায় গ্রেফতার থাকা মোকতাদিরকে পরে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে উবায়দুল মোকতাদির চৌধুরীকে ডিবি পুলিশ গ্রেফতার করে। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত