leadT1ad

‘জুলাই সনদ’ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান প্রধান উপদেষ্টার

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৯: ০৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভিডিও থেকে নেওয়া ছবি

‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে ১২ ফেব্রুয়ারির গণভোটে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে এবং বৈষম্য, শোষণ ও নিপীড়নমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় এই সনদ এক ঐতিহাসিক সুযোগ।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির জীবনে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এক অপ্রত্যাশিত সুযোগ এনে দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতেই গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের লক্ষ্যে এই সনদ প্রণয়ন করা হয়েছে। এখন এই সনদ বাস্তবায়নে জনগণের চূড়ান্ত সম্মতি প্রয়োজন।

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে শাসনব্যবস্থায় কী ইতিবাচক পরিবর্তন আসবে, তার বিস্তারিত রূপরেখা তুলে ধরে ড. ইউনূস বলেন, এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার এবং বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি নির্বাচিত হবেন। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠন করা হবে।

ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জবাবদিহি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা স্পষ্ট করেন, নতুন ব্যবস্থায় একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। রাষ্ট্রপতির দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ইচ্ছামতো ক্ষমা করার ক্ষমতা থাকবে না এবং সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত হবে না। এছাড়া সরকার চাইলেই ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করতে পারবে না; যেকোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনে জনগণের সম্মতি নিতে হবে।

ড. ইউনূস বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষার সাংবিধানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হ্যাঁ-তে সিল দিলেই সেই দরজা খুলে যাবে।’ তিনি প্রত্যেক নাগরিককে নিজে ভোট দেওয়ার পাশাপাশি পরিচিত সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে আসার অনুরোধ জানান।

Ad 300x250

সম্পর্কিত