leadT1ad

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

আজিজুর রহমান মুছাব্বির। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সুফিয়ান বেপারী মাসুদ (৫০) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে রাজধানীর তেজগাঁও থানাধীন তেজতুরি বাজার এলাকায় (বসুন্ধরা সিটির পেছনে ও এটিএন বাংলার বিপরীত পাশে) হেঁটে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মুছাব্বির ও তার সঙ্গে থাকা লোকজনকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নিলে চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।

রাত ১০ টার দিকে পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) আলতাফ হোসেন মোল্লা স্ট্রিমকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘কারা, কী কারণে গুলি করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে তদন্তকারী পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে।’

তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব, সিআইডি, ডিবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্তে নেমেছেন। বিআরবি হাসপাতালেও গেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত