leadT1ad

সাভারে পার্কিং করা বাসে দুর্বৃত্তের আগুন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ২৩: ৪৯
সাভারে পার্কিং করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্ট্রিম ছবি

সাভারে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখী লেনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজের পরিদর্শক মেহেরুল ইসলাম জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসে একটি ইউনিট রাত ১০টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি।

সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বাসের চালক বা মালিকের সন্ধান এখনো পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Ad 300x250

সম্পর্কিত