leadT1ad

এনসিপির ইশতেহার

সামরিক গবেষণায় জোর, ৩০ হাজার তরুণ পাবে প্রশিক্ষণ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১৭: ৩৯
সামরিক বাহিনীর কুচকাওয়াজ। ছবি: সংগৃহীত

প্রতিবছর ৩০ হাজার তরুণকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে প্রকাশিত ইশতেহারে এ পরিকল্পনার কথা জানিয়েছে দলটি।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের হয়ে ৩০ আসনে লড়ছেন এনসিপির প্রার্থীরা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ ঘোষণায় সারসংক্ষেপে ৩৬ দফা তুলে ধরেন।

প্রতিরক্ষা কৌশল হিসেবে ‘রিজার্ভ ফোর্স’ গঠনের কথা জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দলটি।

ইশতেহারে বলা হয়েছে, গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে দেশের আত্মরক্ষা সক্ষমতা বাড়াতে প্রতি বছরে ৩০ হাজার তরুণকে বেসিক অস্ত্র ও মিলিটারি ট্যাকটিক্স ট্রেইনিংয়ের মাধ্যমে তিনবাহিনীর জন্য কমব্যাট-রেডি এবং দুর্যোগ পরিস্থিতির জন্য তৈরি করা হবে।

এতে বলা হয়, এই ট্রেনিং হবে ১০ সপ্তাহ মেয়াদী এবং রিজার্ভিস্টদের বছরে দুই সপ্তাহ করে রিফ্রেশার ট্রেনিংয়ে অংশ নিতে হবে। ইশতেহারে এনসিপি বলেছে, আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য, প্রচলিত বাহিনীর দ্বিগুণ আকারের রিজার্ভ ফোর্স প্রস্তুত করা।

ট্রেইনিং ফ্যাসিলিটির এককালীন খরচ ৫০০ কোটি টাকা এবং বাৎসরিক খরচ ৪০০ কোটি টাকা বলেও উল্লেখ করা হয়েছে। এনসিপির পরিকল্পনা, শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা ছাড়া কার্যকরী বৈদেশিক নীতি সম্ভব নয়। বাংলাদেশের ভৌগলিক অবস্থান, বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং গত কয়েক বছরের বেশ কয়েকটি বড় দেশের সঙ্গে অপেক্ষাকৃত ছোট দেশের যুদ্ধ অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের ওপর জোর দেওয়া দরকার।

সামরিক বাহিনীর জন্য সারফেস-টু-এয়ার মিসাইল অধিগ্রহণের কথাও বলেছে দলটি। ইশতেহারে বলা হয়েছে, কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লক্ষ্যে পাঁচ বছরের মধ্যে মাঝারি পাল্লার অন্তত আটটি সারফেস-টু-এয়ার (এসএএম) মিসাইল ব্যাটারি অধিগ্রহণ করা হবে এবং বিদ্যমান উদ্যোগ এগিয়ে নেওয়া হবে। এতে পরে দূরপাল্লার মিসাইল যুক্ত করা যাবে।

এছাড়া সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি অধিগ্রহণ, দেশীয় সামরিক গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেনাবাহিনীতে একটি ইউএভি (আনম্যানড এরিয়াল ভেহিকল) ব্রিগেড গঠনের পরিকল্পনাও জানিয়েছে এনসিপি।

Ad 300x250

সম্পর্কিত