স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে সংসদ সদস্য (এমপি) প্রার্থী না হলে ‘সংখ্যালঘু সম্প্রদায়ের’ মানুষ ভোটকেন্দ্রেই যেতেন না বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। ভোটারদের কেন্দ্রে নেওয়ার জন্যই প্রার্থী হয়েছেন জানিয়ে তিনি বলেছেন, ‘আমি নির্বাচনে না আসলে (এলে) সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোটকেন্দ্রে যেত না। যাতে সবাই ভোটকেন্দ্রে যায় এবং সবাইকে ভোটের উৎসবে শামিল করার জন্য মূলত আমার নির্বাচনে আসা।’
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স গেটে প্রার্থনা শেষে গোবিন্দ চন্দ্র প্রামাণিক এসব কথা বলেন। এ সময় কমপ্লেক্সের গেট বন্ধ থাকায় তিনি বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের এই স্বতন্ত্র প্রার্থী। পরে কর্মী-সমর্থকদের নিয়ে টুঙ্গিপাড়ায় তিনি নির্বাচনী প্রচার চালান।
গোবিন্দ প্রামাণিক বলেন, ‘গোপালগঞ্জ-৩ আসনের সাধারণ মানুষ যে ভোটার, তা উপলব্ধি করতে পারেনি আগে কখনো। আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষ আমাদের স্বাগত জানাচ্ছে এবং তাদের ভোটের যে মূল্য আছে, সেটি তারা এখন বুঝতে পারছে।’
গোপালগঞ্জ-৩ আসনের এর প্রার্থী আরও বলেন, ‘আমার সম্প্রদায় ছাড়াও সব সম্প্রদায়ের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে। আমি সব সময় নিরপেক্ষ ভূমিকা রাখি। অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যেও চরম ভীতি রয়েছে। তারাও আমাকে অনুরোধ করেছে নির্বাচনে আসার জন্য আর সেই ভীতি কাটানোর জন্যই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।’
বঙ্গবন্ধুর সমাধিতে প্রার্থনার বিষয়ে গোবিন্দ প্রামাণিক বলেন, ‘আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল বাঙালি সংস্কৃতির পীঠ ভূমিতে আসা। টুঙ্গিপাড়ায় আসব, সেখানে (বঙ্গবন্ধুর সমাধি) একটু দর্শন করব না, তা হয় না। ভেতরে প্রবেশ করতে না পারায় সমাধিসৌধের গেটের বাইরে দাঁড়িয়ে আমাদের ধর্মমতে প্রার্থনা করলাম।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জে সংসদ সদস্য (এমপি) প্রার্থী না হলে ‘সংখ্যালঘু সম্প্রদায়ের’ মানুষ ভোটকেন্দ্রেই যেতেন না বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। ভোটারদের কেন্দ্রে নেওয়ার জন্যই প্রার্থী হয়েছেন জানিয়ে তিনি বলেছেন, ‘আমি নির্বাচনে না আসলে (এলে) সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোটকেন্দ্রে যেত না। যাতে সবাই ভোটকেন্দ্রে যায় এবং সবাইকে ভোটের উৎসবে শামিল করার জন্য মূলত আমার নির্বাচনে আসা।’
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স গেটে প্রার্থনা শেষে গোবিন্দ চন্দ্র প্রামাণিক এসব কথা বলেন। এ সময় কমপ্লেক্সের গেট বন্ধ থাকায় তিনি বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের এই স্বতন্ত্র প্রার্থী। পরে কর্মী-সমর্থকদের নিয়ে টুঙ্গিপাড়ায় তিনি নির্বাচনী প্রচার চালান।
গোবিন্দ প্রামাণিক বলেন, ‘গোপালগঞ্জ-৩ আসনের সাধারণ মানুষ যে ভোটার, তা উপলব্ধি করতে পারেনি আগে কখনো। আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষ আমাদের স্বাগত জানাচ্ছে এবং তাদের ভোটের যে মূল্য আছে, সেটি তারা এখন বুঝতে পারছে।’
গোপালগঞ্জ-৩ আসনের এর প্রার্থী আরও বলেন, ‘আমার সম্প্রদায় ছাড়াও সব সম্প্রদায়ের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে। আমি সব সময় নিরপেক্ষ ভূমিকা রাখি। অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যেও চরম ভীতি রয়েছে। তারাও আমাকে অনুরোধ করেছে নির্বাচনে আসার জন্য আর সেই ভীতি কাটানোর জন্যই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।’
বঙ্গবন্ধুর সমাধিতে প্রার্থনার বিষয়ে গোবিন্দ প্রামাণিক বলেন, ‘আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল বাঙালি সংস্কৃতির পীঠ ভূমিতে আসা। টুঙ্গিপাড়ায় আসব, সেখানে (বঙ্গবন্ধুর সমাধি) একটু দর্শন করব না, তা হয় না। ভেতরে প্রবেশ করতে না পারায় সমাধিসৌধের গেটের বাইরে দাঁড়িয়ে আমাদের ধর্মমতে প্রার্থনা করলাম।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘গত ১৭ মাসে জামায়াত কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব বা মামলা বাণিজ্য করেনি। আগামীতে ডিজিটাল অ্যাপের মাধ্যমে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের নির্মূল করা হবে।’
১ ঘণ্টা আগে
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, একটি রাজনৈতিক দল ততই সহিংস ও হিংস্র আচরণে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
২ ঘণ্টা আগে
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দীর্ঘদিনের। গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর মৌলভীবাজার কিংবা সিলেটে পাঠাতে হয়, যা অনেক সময় দরিদ্র মানুষের সামর্থ্যের বাইরে চলে যায়।
৩ ঘণ্টা আগে
কর্মীদের হেনস্তার প্রতিবাদে ডাকা ৩১ জানুয়ারির নারী সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী। দলটির নারী বিভাগের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ হওয়ার কথা ছিল।
৩ ঘণ্টা আগে