leadT1ad

বাবা না পারলেও নির্বাচনে টিকে গেলেন ছেলে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

আপিল আবেদনে নির্বাচনের মনোনয়নপত্র বাতিল হয়েছে টি এস আইয়ুবের। সংগৃহীত ছবি

যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি এস আইয়ুবের আপিল ঋণখেলাপির অভিযোগে বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে একই আসনে বাছাইয়ে বাতিল স্বতন্ত্র প্রার্থী তাঁর ছেলে ফারহাদ সাজিদ ফিরে পেয়েছেন প্রার্থিতা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আপিল শুনানিতে এসব সিদ্ধান্ত হয়। এ সময়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার কমিশনার, ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানিতে দেখা যায়, ঋণখেলাপির দায়ে যশোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী টি এস আইয়ুবের মনোনয়নপত্রের আপিলটি নামঞ্জুর করে দেয় নির্বাচন কমিশন।

এদিকে গত ৩০ ডিসেম্বর যশোরের রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসানকে ঢাকা ব্যাংকের দেওয়া এক চিঠিতে জানিয়েছে, ঋণখেলাপি তালিকায় (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি) নাম থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তালহা শাহরিয়ার আইয়ুবের (টি এস আইয়ুব) প্রার্থিতা যেন গ্রহণ করা না হয়।

ব্যাংকটির ঢাকা ধানমন্ডি মডেল ব্রাঞ্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াদ হাসান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম রাইসুল ইসলাম নাহিদের স্বাক্ষরিত চিঠিতে আইয়ুবকে ‘ঋণখেলাপি ও সিআইবি রিপোর্টে তালিকাভুক্ত’ বলে উল্লেখ করা হয়।

টি এস আইয়ুবের নিযুক্ত আইনজীবী আজ শুনানীতে সময় প্রার্থনা করে দাবি করেন যে এই লোন রিশিডিউল করতে ঢাকা ব্যাংক আপিলকারীকে যথাযথ সহায়তা দেয়নি।

শুনানি চলাকালে কোনো ডকুমেন্ট দেখাতে না পারায় এবং ২৯ ডিসেম্বর পর্যন্ত ঋণখেলাপী থাকায় আপিল নামঞ্জুর করে ইসি।

অপরদিকে টি এস আইয়ুবের ছেলে ফারহান সাজিদ একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছিলেন। তাঁর জমা দেয়া ১ শতাংশ সমর্থকের স্বাক্ষর থেকে দৈবচয়নের ভিত্তিতে ১০ জনের স্বাক্ষর যাচাই করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। একজনের স্বাক্ষর না মেলায় মনোনয়ন বাতিল করা হয়েছিল। তবে আজ ইসির আপিল শুনানিতে স্বতন্ত্র হিসেবে প্রার্থীতা ফিরে পান ফারহান সাজিদ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত