স্ট্রিম প্রতিবেদক

যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি এস আইয়ুবের আপিল ঋণখেলাপির অভিযোগে বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে একই আসনে বাছাইয়ে বাতিল স্বতন্ত্র প্রার্থী তাঁর ছেলে ফারহাদ সাজিদ ফিরে পেয়েছেন প্রার্থিতা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আপিল শুনানিতে এসব সিদ্ধান্ত হয়। এ সময়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার কমিশনার, ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানিতে দেখা যায়, ঋণখেলাপির দায়ে যশোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী টি এস আইয়ুবের মনোনয়নপত্রের আপিলটি নামঞ্জুর করে দেয় নির্বাচন কমিশন।
এদিকে গত ৩০ ডিসেম্বর যশোরের রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসানকে ঢাকা ব্যাংকের দেওয়া এক চিঠিতে জানিয়েছে, ঋণখেলাপি তালিকায় (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি) নাম থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তালহা শাহরিয়ার আইয়ুবের (টি এস আইয়ুব) প্রার্থিতা যেন গ্রহণ করা না হয়।
ব্যাংকটির ঢাকা ধানমন্ডি মডেল ব্রাঞ্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াদ হাসান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম রাইসুল ইসলাম নাহিদের স্বাক্ষরিত চিঠিতে আইয়ুবকে ‘ঋণখেলাপি ও সিআইবি রিপোর্টে তালিকাভুক্ত’ বলে উল্লেখ করা হয়।
টি এস আইয়ুবের নিযুক্ত আইনজীবী আজ শুনানীতে সময় প্রার্থনা করে দাবি করেন যে এই লোন রিশিডিউল করতে ঢাকা ব্যাংক আপিলকারীকে যথাযথ সহায়তা দেয়নি।
শুনানি চলাকালে কোনো ডকুমেন্ট দেখাতে না পারায় এবং ২৯ ডিসেম্বর পর্যন্ত ঋণখেলাপী থাকায় আপিল নামঞ্জুর করে ইসি।
অপরদিকে টি এস আইয়ুবের ছেলে ফারহান সাজিদ একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছিলেন। তাঁর জমা দেয়া ১ শতাংশ সমর্থকের স্বাক্ষর থেকে দৈবচয়নের ভিত্তিতে ১০ জনের স্বাক্ষর যাচাই করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। একজনের স্বাক্ষর না মেলায় মনোনয়ন বাতিল করা হয়েছিল। তবে আজ ইসির আপিল শুনানিতে স্বতন্ত্র হিসেবে প্রার্থীতা ফিরে পান ফারহান সাজিদ।

যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি এস আইয়ুবের আপিল ঋণখেলাপির অভিযোগে বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে একই আসনে বাছাইয়ে বাতিল স্বতন্ত্র প্রার্থী তাঁর ছেলে ফারহাদ সাজিদ ফিরে পেয়েছেন প্রার্থিতা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আপিল শুনানিতে এসব সিদ্ধান্ত হয়। এ সময়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার কমিশনার, ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানিতে দেখা যায়, ঋণখেলাপির দায়ে যশোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী টি এস আইয়ুবের মনোনয়নপত্রের আপিলটি নামঞ্জুর করে দেয় নির্বাচন কমিশন।
এদিকে গত ৩০ ডিসেম্বর যশোরের রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসানকে ঢাকা ব্যাংকের দেওয়া এক চিঠিতে জানিয়েছে, ঋণখেলাপি তালিকায় (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি) নাম থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তালহা শাহরিয়ার আইয়ুবের (টি এস আইয়ুব) প্রার্থিতা যেন গ্রহণ করা না হয়।
ব্যাংকটির ঢাকা ধানমন্ডি মডেল ব্রাঞ্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াদ হাসান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম রাইসুল ইসলাম নাহিদের স্বাক্ষরিত চিঠিতে আইয়ুবকে ‘ঋণখেলাপি ও সিআইবি রিপোর্টে তালিকাভুক্ত’ বলে উল্লেখ করা হয়।
টি এস আইয়ুবের নিযুক্ত আইনজীবী আজ শুনানীতে সময় প্রার্থনা করে দাবি করেন যে এই লোন রিশিডিউল করতে ঢাকা ব্যাংক আপিলকারীকে যথাযথ সহায়তা দেয়নি।
শুনানি চলাকালে কোনো ডকুমেন্ট দেখাতে না পারায় এবং ২৯ ডিসেম্বর পর্যন্ত ঋণখেলাপী থাকায় আপিল নামঞ্জুর করে ইসি।
অপরদিকে টি এস আইয়ুবের ছেলে ফারহান সাজিদ একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছিলেন। তাঁর জমা দেয়া ১ শতাংশ সমর্থকের স্বাক্ষর থেকে দৈবচয়নের ভিত্তিতে ১০ জনের স্বাক্ষর যাচাই করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। একজনের স্বাক্ষর না মেলায় মনোনয়ন বাতিল করা হয়েছিল। তবে আজ ইসির আপিল শুনানিতে স্বতন্ত্র হিসেবে প্রার্থীতা ফিরে পান ফারহান সাজিদ।

দেশের ৯৩ শতাংশ পত্রিকার মালিকই ওই পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গণমাধ্যম এখন পুরোপুরি করপোরেশনের হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম।
৩ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে ‘যৌথবাহিনীর’ অভিযানে হেফাজতে থাকা অবস্থায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানিয়েছেন, তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে
গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত যশোরে হত্যাকাণ্ড হয়েছে ৬২টি। অধিকাংশ হত্যায় ব্যবহার করা হয়েছে বিদেশি পিস্তল। সম্প্রতি ভারত থেকে এসব অস্ত্র ঢুকছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকায় এক জামায়াত নেতাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে হাত পা বাঁধা অবস্থায় নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
৩ ঘণ্টা আগে