leadT1ad

হাদির ওপর হামলা: সন্দেহভাজন শ্যুটারের স্ত্রী-শ্যালকসহ গ্রেপ্তার ৩

ইউএনবি
ইউএনবি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৪: ৪৭
হাদির ওপর সন্দেভাজন হামলাকারী। ছবি: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারদের মধ্যে সন্দেহভাজন শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী ও শ্যালক রয়েছেন।

গ্রেপ্তাররা হলেন ফয়সালের স্ত্রী সামিয়া বেগম, তাঁর শ্যালক শিপু এবং মারিয়া বেগম নামে আরেক নারী।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারদের কাছ থেকে ফয়সাল করিম মাসুদের সই করা কয়েকটি ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

এই তিনজনকে গ্রেপ্তারের পর এই মামলায় আটক ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর লুৎফুল হায়দার বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার (১৪ ডিসেম্বর) তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এর আগে রোববার র‍্যাব হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে এর নিবন্ধিত মালিককে আটক করে। পরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার মতিঝিল এলাকায় গণসংযোগ করে ফেরার পথে বেলা ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় তাঁকে গুলি করা হয়। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আজ উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে হাদিকে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত